14.7 C
London
August 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে অবস্থান করা প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের জন্য সুখবর

সেপ্টেম্বর থেকে, ইইউ সেটেলমেন্ট স্কিম (ইইউএসএস) এর অধীনে প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসযুক্ত ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে আরও দু’বছরের জন্য ভিসা এক্সটেন্ডের সুযোগ পাচ্ছে বলে খবরে জানা যায়।

যুক্তরাজ্য সরকার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলে, প্রক্রিয়াটি হোম অফিস দ্বারা স্বয়ংক্রিয়ভাবে করা হবে এবং সেই ব্যক্তির ডিজিটাল স্ট্যাটাসেও তা প্রতিফলিত হবে। সেনজেনভিসাইনফো ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসযুক্ত ব্যক্তিদের ভিসা সম্প্রসারণের বিষয়ে হোমঅফিস ব্যক্তিদের অবহিত করবে।

যারা প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে আছেন তারা যদি স্যাটেলড হবার আবেদন না করেন তাহলে নিজের বৈধতা যাতে হারাতে না হয় তাই এই ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য হোমঅফিস।

যুক্তরাজ্য সরকার পরিকল্পনা করেছে যারা প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে আছেন তারা আবেদন না করেও কিভাবে স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলড স্যাটাস পেতে পারেন। যুক্তরাজ্য সরকার আবেদনের প্রয়োজনীয়তা থেকে মুক্তি দিতে চায় প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের বলে জানান হোমঅফিসের একজন মুখপাত্র।

সংসদীয় আন্ডার সেক্রেটারি অফ মাইগ্রেশন অ্যান্ড বর্ডারস লর্ড মারে জানান, প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে থাকা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলড স্ট্যাটাস পেলে আবেদন করার ঝক্কিঝামেলা হতে মুক্তি পাবে। এতে ইইউ, ইইএ এবং সুইস নাগরিকেরা তাদের পরিবারের সদস্যদের সাথে যুক্তরাজ্যে অবস্থান চালিয়ে যেতে সক্ষম হবেন।

উল্লেখ্য যে, ৩১ শে মার্চ, ২০২৩ পর্যন্ত প্রায় ৫.৬ মিলিয়ন ইউরোপীয় তাদের পরিবারের সদস্যদের নিয়ে ইইউএসএস-এর মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থান করছেন।যাদের মধ্যে আনুমানিক ২.১ মিলিয়ন প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসযুক্ত এবং প্রায় ৩.৫ মিলিয়ন স্যাটেলড স্ট্যাটাস নিয়ে অবস্থান করছেন বলে হোমঅফিসের তথ্যে জানা যায়।

এম.কে
১৬ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

মা হারালেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

দিনভর মোবাইল ঘেঁটে হুইল চেয়ারে যুবতী, আক্রান্ত ‘ডিজিটাল ভার্টিগোয়

যুক্তরাজ্যে খারাপ আবহাওয়ার কারণেও পেতে পারেন নগদ অর্থ