8.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে আগামী নির্বাচনে বড় জয় পেতে পারে লেবার পার্টি

যুক্তরাজ্যে আগামী বছরের সাধারণ নির্বাচনে বড় জয় পেতে পারে বিরোধী দল লেবার পার্টি। সম্প্রতি দেশটির দি অবজারভার পত্রিকায় প্রকাশিত এক নির্বাচনী জরিপে উঠে এসেছে এমন চিত্র। গত ১১-২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে ১১ হাজারেরও বেশি ভোটারের মতামত নেয়া হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের বেশির ভাগই লেবার পার্টিকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। ঋষি সুনাকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে দলটি। অবশ্য মূল নির্বাচনে জরিপের ফলাফল হুবহু মিলে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই।

জরিপ বলছে, আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টি ৪২০ আসন পাবে। বর্তমানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পাবে ১৪৯টি আসন। আর ২৩টিতে জিতবে লিবারেল ডেমোক্র্যাটরা। ঋষি সুনাকের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার ১২ জন সদস্যও আসন হারানোর ঝুঁকিতে। ২০১০ সাল থেকে ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টিকে এ জরিপ চাঙ্গা করে তুলতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

এম.কে
১০ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

মন্ত্রিত্ব হারিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী

তিন দিনে ১৩০০ অভিবাসনপ্রত্যাশীর যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা

অনলাইন ডেস্ক

২,৪৭,৯০৬ টাকা বেতনে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি

নিউজ ডেস্ক