TV3 BANGLA
Uncategorized

যুক্তরাজ্যে আঘাত হেনেছে ঝড় ফ্রান্সিস

যুক্তরাজ্যে অনেকটা হঠাৎ করেই ঘণ্টায় ৭০ কি.মি. গতির ঝড়ো হাওয়া ও ভাড়ি বৃষ্টিপাত নিয়ে আঘাত হেনেছে ঝড় ফ্রান্সিস। বিবিসি প্রকাশিত খবরে বলা হয়, বেশকিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে, সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে। বেশ কিছু এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ।

জানা যায়, স্কটল্যান্ডে ৯০ মি.মি. পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। আরও বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা থেকে রাত ১০টার মধ্যে ওয়েল্‌স ও মধ্য ইংল্যান্ডের উপর দিয়ে প্রবল বাতাস প্রবাহিত হতে পারে।

জরুরি সেবাদানকারী সংস্থাগুলো যুক্তরাজ্যের উপকূলবর্তী এলাকার জনগণকে বিশেষ সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

(আপডেট আসছে…)

২৫ আগস্ট ২০২০

আরো পড়ুন

করোনার টিকা: বিল গেটসের সংস্থার সহায়তা পাবে ভারতীয় সংস্থা

অনলাইন ডেস্ক

ড্রেনের পানি আটকে যাওয়ার পেছনে নাগরিকরাই দায়ী

Law with N Rahman ll 13 June 2020