21.5 C
London
August 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আজ থেকে রয়্যাল মেইলের দ্বিতীয় শ্রেণির ডাক সেবায় বড় পরিবর্তন

রয়্যাল মেইল আজ থেকে দ্বিতীয় শ্রেণির ডাক বিতরণে বড় ধরনের পরিবর্তন কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী শনিবারে আর দ্বিতীয় শ্রেণির ডাক বিতরণ করা হবে না এবং সপ্তাহে একদিন বাদ দিয়ে একদিন ডাক বিতরণ হবে।

নিয়ন্ত্রক সংস্থা Ofcom জানিয়েছে, এই পরিবর্তনের ফলে রয়্যাল মেইল বছরে ২৫০ মিলিয়ন থেকে ৪২৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ সাশ্রয় করতে পারবে। পাশাপাশি, চিঠি বিতরণের সংখ্যা গত ২০ বছরে ২০ বিলিয়ন থেকে নেমে মাত্র ৬.৬ বিলিয়ন হয়েছে, যা ডাক সেবার বর্তমান বাস্তবতা তুলে ধরে।

রয়্যাল মেইল জানায়, তিন কার্যদিবসের মধ্যে দ্বিতীয় শ্রেণির চিঠি পৌঁছানোর লক্ষ্য অপরিবর্তিত থাকবে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই কয়েকটি এলাকায় নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রথম শ্রেণির ডাক আগের মতোই সোমবার থেকে শনিবার ছয় দিন বিতরণ অব্যাহত থাকবে।

Ofcom-এর গ্রুপ ডিরেক্টর নাটালি ব্ল্যাক বলেন, ভোক্তা ও ব্যবসার স্বার্থে ডাকসেবার জরুরি সংস্কার দরকার ছিল। এই পরিবর্তন ডাক সেবাকে টিকে থাকার সর্বোচ্চ সুযোগ দেবে। তিনি আরও বলেন, রয়্যাল মেইলকে অবশ্যই গ্রাহকদের কাছে পরিষ্কারভাবে জানাতে হবে এবং পরিবর্তনের সুফল ভোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে।

রয়্যাল মেইলের মূল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন সার্ভিসেসের প্রধান নির্বাহী মার্টিন সাইডেনবার্গ বলেন, এই পরিবর্তন ডাক সেবাকে আরও নির্ভরযোগ্য, কার্যকর ও আর্থিকভাবে টেকসই করবে। হাজার হাজার গ্রাহক ও ব্যবসার সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এপ্রিল মাসে রয়্যাল মেইল প্রথম শ্রেণির স্ট্যাম্পের দাম £১.৬৫ পেন্স থেকে £১.৭০ পেন্স এবং দ্বিতীয় শ্রেণির স্ট্যাম্পের দাম ৮৫ পেন্স থেকে ৮৭ পেন্সে বাড়িয়েছে। গত তিন বছরে ছয়বার স্ট্যাম্পের দাম বেড়েছে। অন্যান্য ডাকসেবার খরচও বৃদ্ধি করা হয়েছে। চিঠি বিতরণের সংখ্যা হ্রাস পাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

সূত্রঃ মিরর

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের সীমান্তে অবৈধ অভিবাসীদের আটকাতে ৬৮০ মিলিয়নের চমক

যুক্তরাজ্যে এক নারীকে ১০০ বারের বেশি ধর্ষণ

কাজের নিষেধাজ্ঞায় যুক্তরাজ্যে যৌন পেশায় ঠেলে দেওয়া হচ্ছে নারী আশ্রয়প্রার্থীদের