TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে আবারও ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকেরা

এনএইচএসের নেতৃত্ব দানকারীরা সতর্ক করেছেন সিনিয়র কনসালটেন্ট এবং জুনিয়র ডাক্তারদের যৌথ ধর্মঘটের কারণে রোগীদের ভয়ানক সমস্যা মোকাবেলা করার সম্ভাবনা রয়েছে।

বেতন ও কাজের শর্তের বিষয়ে সরকারের সাথে দ্বিমত হতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন ডাক্তারেরা বলে খবরে জানা যায়। যার ফলে হাজার হাজার রোগীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

খবরে জানা যায়, ইংল্যান্ডের হাসপাতালের কনসালটেন্টরা মঙ্গলবার থেকে ৪৮ ঘন্টা কর্মবিরতি চলে যাবেন। এবং
বুধবার তাদের জুনিয়র সহকর্মীরা তাদের সাথে যোগ দেবেন, যারা বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত তাদের ধর্মঘট চালিয়ে যাবেন।

এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

যুক্তরাজ্যে ডেলিভারি দিতে ড্রোন সার্ভিস চালুর পরিকল্পনা করেছে অ্যামাজন

সহিংসতা বন্ধে যুক্তরাজ্যে নামছে দুই হাজারের বেশি দাঙ্গা পুলিশ