22.4 C
London
July 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের অশালীন কাণ্ডে ক্ষুব্ধ ব্রিটেনঃ পর্নো ভিডিও কাণ্ডে তোলপাড়

ব্রিটেনের ব্ল্যাকপুল শহরে সরকারি অর্থায়নে পরিচালিত আশ্রয়প্রার্থী হোটেলে OnlyFans-এর জন্য পর্নো ভিডিও বানাতে গিয়ে ধরা পড়েছেন দুই অভিবাসী। হোটেল স্টাফরা নিয়মিত পরিদর্শনের সময় তাদের রুমে ঢুকে পুরো “সেটআপ” দেখতে পান—ট্রাইপডে বসানো ক্যামেরা, সেক্স টয় ও হ্যান্ডকাফসহ বিভিন্ন উপকরণ রুমজুড়ে ছড়িয়ে ছিল।

জানা গেছে, ঘটনাটি ব্ল্যাকপুলের ঐতিহাসিক ১৮ শতকের মেট্রোপল হোটেলে ঘটেছে, যেখানে ২০২১ সাল থেকে শত শত অভিবাসীকে অস্থায়ীভাবে রাখা হচ্ছে। এটি শহরের জনপ্রিয় সীসাইড প্রমোনেডে অবস্থিত এবং টাওয়ার বলরুম থেকে হাঁটাপথে মাত্র ৮ মিনিট দূরে।

এক সাবেক হোটেল ম্যানেজার The Sun পত্রিকাকে বলেন, “পুরুষ অভিবাসীটি শুধু একটি তোয়ালে পরে দরজা খুলে। রুমের ভিতর নারীর পরনে ছিল যৌন উদ্দীপক অন্তর্বাস। বিছানার পাশে ক্যামেরা সেট করা ছিল এবং চারপাশে ছড়িয়ে ছিল সেক্স টয়।” তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করে যে ভিডিওটি OnlyFans-এ আপলোড করার উদ্দেশ্যেই বানানো হচ্ছিল।

ঘটনার পর ওই পুরুষ অভিবাসীকে কেবলমাত্র অন্য একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তবে আইন ভাঙার অপরাধে কোনো শাস্তির খবর জানা যায়নি, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

হোম অফিস বলেছে, “এটি ভয়ঙ্কর অভিযোগ এবং আমরা তা দ্রুত তদন্ত করছি। আমাদের কন্ট্রাক্টরদের অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যেকোনো অস্বাভাবিক বা বেআইনি কার্যকলাপ তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে।”

সরকার জানিয়েছে, আশ্রয় হোটেল ব্যবহারের প্রথা আগামী সংসদীয় মেয়াদের মধ্যেই সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, অন্য এক আশ্রয় হোটেলকে ঘিরে এসেক্সে বিক্ষোভের সময় সহিংসতায় রূপ নেয় এবং আটজন পুলিশ আহত হন। ‘বেল হোটেল’ ঘিরে এই ঘটনায় ৩৩ বছর বয়সী কিথ সিল্ককে সহিংসতা ও সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটেনের বিদেশি সহায়তা খাতে বড় অংশ আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনার পেছনে ব্যয় হচ্ছে বলে সতর্ক করেছে Independent Commission for Aid Impact (ICAI)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭-২৮ অর্থবছরে £৮.৯ বিলিয়নের মধ্যে £১.৮ বিলিয়ন অভিবাসীদের সহায়তায় ব্যবহৃত হতে পারে, ফলে বৈশ্বিক উন্নয়ন খাতে বরাদ্দ কমে দাঁড়াবে মাত্র ০.২৪% জাতীয় আয়ের।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২১ জুলাই ২০২৫

আরো পড়ুন

আইনি ঝামেলায় ব্রেক্সিট পরবর্তী ইইউ নাগরিকরা

অনলাইন ডেস্ক

ভ্যাকসিন কর্মসূচিতে ইউরোপের মধ্যে এগিয়ে যুক্তরাজ্য

অ্যাসাইলাম প্রার্থীদের কাজের অনুমতি দেওয়ার পক্ষে নতুন জাস্টিস সেক্রেটারি

অনলাইন ডেস্ক