17.1 C
London
July 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য হোটেল সুবিধা বাতিলের ঘোষণা

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছে, যেসব আশ্রয়প্রার্থী সরকার নির্ধারিত নতুন বাসস্থানে যেতে অস্বীকৃতি জানাবে, তাদের হোটেল সুবিধা ও আর্থিক সহায়তা বাতিল করা হবে। এই সিদ্ধান্ত আসে এসেক্সের বেল হোটেলে সংঘর্ষের পরপরই, যেখানে আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

সম্প্রতি বেল হোটেলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নয়জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, একজন আশ্রয়প্রার্থী ১৪ বছরের এক কিশোরীকে চুমু খাওয়ার চেষ্টা করেন। ৩৮ বছর বয়সী হাদুশ গারবারস্লাসি কেবাতু অভিযুক্ত হলেও আদালতে অভিযোগ অস্বীকার করেন এবং তার বিচার আগামী মাসে শুরু হবে।

এই ঘটনার পর উগ্র-ডানপন্থী গোষ্ঠীগুলোর নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় এবং তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভে সহিংসতা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ফেইলিওর টু ট্রাভেল” গাইডলাইন অনুযায়ী, কোনো বৈধ কারণ ছাড়া যেসব একক পুরুষ আশ্রয়প্রার্থী নির্ধারিত আবাসস্থলে যেতে অস্বীকৃতি জানাবে, তাদের হোটেল সুবিধা বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে আর্থিক সহায়তাও প্রত্যাহার করা হবে।

অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, নতুন কিছু নয়—এই নিয়ম আগেও কিছুটা কার্যকর ছিল। অনেক সময় ভুল যোগাযোগ কিংবা প্রশাসনিক সমস্যার কারণেই আশ্রয়প্রার্থীরা স্থানান্তর প্রক্রিয়ায় জটিলতায় পড়ে।

এদিকে, এসেক্সের বেল হোটেলের সামনে আগামী রবিবার আবারও বিক্ষোভ আহ্বান করা হয়েছে। পাল্টা বিক্ষোভের প্রস্তুতিও নিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো।

ব্রিটেনের সাবেক লেবার নেতা জেরেমি করবিন ও ডায়ান অ্যাবট আশ্রয়প্রার্থীদের পক্ষের বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। করবিন এক বার্তায় বলেন, “শরণার্থীরা মানুষ, যাদের দুর্দশা বোঝা উচিত। জাতিগত বিদ্বেষ নয়, প্রকৃত সমস্যা হচ্ছে ধনীকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামো।”

অন্যদিকে, এপিং ফরেস্ট জেলা পরিষদ একটি প্রস্তাব পাস করেছে যাতে বেল হোটেল দ্রুত বন্ধ এবং ফিনিক্স হোটেলের ধাপে ধাপে বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এই সিদ্ধান্ত আইনি নয়, বরং প্রতীকী।

ক্যানারি ওয়ার্ফেও বিক্ষোভ হয়েছে ব্রিটানিয়া ইন্টারন্যাশনাল হোটেলের সামনে, যেখানে নতুন করে আশ্রয়প্রার্থীদের রাখা হতে পারে বলে জানা যায়। সেখানে ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ ও উগ্র-ডানপন্থীদের পাল্টাপাল্টি অবস্থানে বিপুল পুলিশ উপস্থিত ছিল।

নটিংহ্যামশায়ারের সাটন-ইন-অ্যাশফিল্ডেও শতাধিক বিক্ষোভকারী সমবেত হন, যেখানে স্থানীয় এমপি লি অ্যান্ডারসনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে অভিযোগ রয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

ব্রিটেনের অর্থনীতি সংকোচনের পূর্বাভাস দিল আইএমএফ

অক্ষমতার অজুহাতে নয়, বাস্তব যাচাইয়ে ভাতাঃ যুক্তরাজ্যে বিতর্কিত কল্যাণ সংস্কার বিল

ইংল্যান্ডের কাউন্সিলগুলো স্পেশাল এডুকেশন শিক্ষার্থীদের পরিবহনে দ্বিগুণ ব্যয় করছে