TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল জুড়ে মানবপাচার রোধে আসছে নতুন কমান্ডো ফোর্স

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব ইয়ভেট কুপার আজ একটি নতুন ইউকে বর্ডার সিকিউরিটি কমান্ড (বিএসসি) প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করেছেন। যা ব্রিটেনের সীমান্ত সুরক্ষা জোরদার করবে এবং অপরাধী চোরাচালানকারী গ্যাংগুলিকে ভেঙে দেবে বলে জানায় হোম অফিস।

জটিল এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার জন্য এই ফোর্স গঠন করা হচ্ছে। এই ফোর্সে সিনিয়র স্তরের পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা এবং সামরিক বাহিনী হতে অফিসার নিয়োগ করা হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। আসন্ন সপ্তাহ হতে নতুন কমান্ডো ফোর্সে লোক নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

খবরে জানা যায়, স্বরাষ্ট্রসচিবের কাছে এই গঠন করা কমান্ডো ফোর্স সরাসরি জবাবদিহিতা প্রদান করতে বাধ্য থাকবে।

স্বরাষ্ট্রসচিবের নির্দেশের পরে, হোম অফিস একটি নতুন কমান্ডো ফোর্সের নিয়মনীতি ও কৌশলগত দিকনির্দেশ তৈরি  করছে। সংগঠিত অভিবাসন অপরাধ মোকাবেলায় শক্তিশালী ব্যবস্থা চালু করতে প্রাথমিক আইনও প্রস্তুত করা হচ্ছে।

ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রেইম বিগগার বলেন, স্বরাষ্ট্রসচিব মানব পাচারকারী ও চোরাচালানকারী অপরাধী চক্রকে ধরতে এবং তাদের ব্যবসায়ের মডেল ভাঙার জন্য কাজ করতে প্রস্তুতি নিচ্ছেন। তার পরিকল্পনা অনুযায়ী কমান্ডো ফোর্স পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। যাতে ইংলিশ চ্যানেল জুড়ে অপরাধীদের মনোবল খুব দ্রুতই ভেঙ্গে যাবে।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
০৯ জুলাই ২০২৪

আরো পড়ুন

ইংল্যান্ডে রোগী হস্তান্তরে বিলম্বের কারণে বিপদে পড়ে দিনে হাজারের বেশি রোগী

যুক্তরাজ্যের প্রেস্টনে অভিনব উদ্যোগঃ ফোন জেলে রাখলে রেস্টুরেন্টে ২০ শতাংশ ছাড়

ব্রিটিশ সরকারের ‘দুর্বল’ প্রতিক্রিয়া উগ্রবাদ বাড়াচ্ছে!