22.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এক শিশুর চিকিৎসা প্রত্যাহার মামলায় তথ্য গোপনের ঘটনায় বিচারকের তীব্র নিন্দা

এক মারাত্মক অসুস্থ শিশুর জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধের বিষয়ে ব্রিটেনের এক পারিবারিক আদালতের শুনানিতে নজিরবিহীন গাফিলতি ও তথ্য গোপনের ঘটনায় আদালতের তীব্র সমালোচনা ও অসন্তোষ প্রকাশ পেয়েছে। বিচারপতি মিসেস জাস্টিস মরগান বলেছেন, একটি শিশুর জীবন-মৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে এই ধরনের দেরি, অবহেলা এবং তথ্য আড়াল করাকে তিনি “অত্যন্ত অশোভন ও দায়িত্বহীন” আচরণ বলে অভিহিত করেছেন।

মামলার আবেদনকারী Birmingham Women’s and Children’s Hospital NHS Foundation Trust শুনানির এক সপ্তাহ আগে হঠাৎ করেই প্রায় ৩,০০০ পৃষ্ঠার নথি আদালতে জমা দেয়, যার অধিকাংশই আগে বলা হয়েছিল অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি। এমনকি, শুনানির মাত্র চার দিন আগে ট্রাস্টের আইনজীবী আরও ৮০০ পৃষ্ঠার নতুন নথি ‘আবিষ্কারের’ কথা জানালে মামলার পক্ষগুলোর মধ্যে চরম অপ্রস্তুতি তৈরি হয়।

বিচারক ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি এটি এক ধরনের অসম্মান। পরিবার, আইনজীবী ও শিশুর স্বার্থরক্ষায় নিয়োজিত ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধিদের যদি শেষ মুহূর্তে এমন বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে হয়, তাহলে তা কার্যত সুবিচার পাওয়ার পথেই বাধা হয়ে দাঁড়ায়। যদিও শিশুটির চিকিৎসা বন্ধের আবেদনটি অস্বীকার করা হয়, তবু মামলার গুরুত্বের কারণে চূড়ান্ত শুনানি স্থগিত না করে দু’দিন পিছিয়ে শুরু করা হয়।

শিশুটির পিতা-মাতার পক্ষের আইনজীবীরা শুনানি মুলতবি চেয়ে আবেদন করলেও, বিচারক বলেন যে সময় স্বল্পতা সত্যিই তাদের প্রস্তুতি ব্যাহত করেছে, কিন্তু যে প্রশ্নটি সামনে এসেছে, তা জীবনের প্রশ্ন—তাই সময়ক্ষেপণ করা সম্ভব নয়।

এনএইচএস ট্রাস্টের আইন পরিষেবা ব্যবস্থাপক আদালতে দুঃখ প্রকাশ করে বলেন, “রেকর্ড সংগ্রহে যে ভুল হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আদালত কিংবা মামলার পক্ষগুলোর কাছ থেকে যে ধরনের মান প্রত্যাশিত, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” বিচারক এই দুঃখপ্রকাশকে আন্তরিক বলে উল্লেখ করেন এবং বলেন, এটি পরিবার ও আদালতের মধ্যে কিছুটা আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে।

বিচারপতি মরগান ভবিষ্যতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনজীবীদের উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি বলেন, শুরুতেই সমস্ত চিকিৎসা নথি সুশৃঙ্খলভাবে ইনডেক্স করে, নির্দিষ্ট একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে তা আদালতে দাখিল করতে হবে। যেসব নথির কপি আদালতে দেওয়া হবে, সেগুলোর গুণগত মান নিশ্চিত করাও জরুরি। একমাত্র তখনই এসব মানবিক, জটিল ও বেদনাদায়ক মামলায় ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

এদিকে মামলার প্রকৃত আবেদন ছিল, শিশুটির জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে কি না, কিন্তু তীব্র অনিয়মের কারণে মূল বিষয়টি পাশ কাটিয়ে তথ্য গোপনের প্রশ্ন সামনে চলে আসে। শেষ পর্যন্ত আদালত আবেদন খারিজ করে দিয়ে বিষয়টি পুনরায় নতুন শুনানিতে তোলার নির্দেশ দেন।

সূত্রঃ দ্য ল’ গ্যাজেট

এম.কে
২৯ মে ২০২৫

আরো পড়ুন

বেশিরভাগ ব্রিটিশদের ধারণা লেবার সরকার কোনো কাজের নয়

তীব্র গরমে মস্তিষ্কের কার্যক্ষমতা কমছেঃ এসি এখন বিলাসিতা নয়, ব্রিটেনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি

যুক্তরাজ্যে নার্সিং সেক্টরে কাজ করতে অনিচ্ছুক কর্মীরা