17.4 C
London
October 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কনজারভেটিভদের নতুন অর্থনৈতিক পরিকল্পনাঃ তরুণদের কর ছাড়

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি নতুন অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে তরুণদের প্রথম চাকরিতে প্রবেশের সময় £৫,০০০ কর ছাড় (ট্যাক্স রিবেট) দেওয়া হবে। দলটির দাবি, এই উদ্যোগ তরুণ প্রজন্মকে সঞ্চয়ে উৎসাহিত করবে এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে সহায়তা করবে।

‘ফার্স্ট জব বোনাস’ নামে এই প্রকল্পের আওতায় তরুণ কর্মীদের প্রথম চাকরির সময় প্রদেয় ন্যাশনাল ইন্স্যুরেন্স অবদান একটি নির্দিষ্ট সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। পাঁচ বছর পর সেই অর্থ তারা তুলতে পারবে এবং বাড়ি কেনা বা সঞ্চয়ে ব্যবহার করতে পারবে। শ্যাডো চ্যান্সেলর স্যার মেল স্ট্রাইড পার্টির বার্ষিক সম্মেলনে জানান, পরিকল্পনাটি শুধুমাত্র ব্রিটিশ নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

এছাড়া ব্যবসা-বাণিজ্য খাতকে উৎসাহিত করতে কনজারভেটিভ পার্টি ঘোষণা দিয়েছে, ইংল্যান্ডে হাই স্ট্রিটের দোকান, হসপিটালিটি ও বিনোদন খাতের প্রতিষ্ঠানগুলো বছরে £১,১০,০০০ পর্যন্ত ব্যবসায়িক কর থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবে। দলটির দাবি, এটি ক্ষুদ্র ব্যবসায়িক মালিকদের জন্য “একটি বাস্তব সহায়তা”, যা স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।

এই দুই বড় প্রতিশ্রুতিসহ মোট £৪৭ বিলিয়ন পাউন্ডের সাশ্রয়ের পরিকল্পনা তুলে ধরেছে দলটি। স্যার মেল স্ট্রাইড জানিয়েছেন, এই অর্থ সাশ্রয় আসবে সরকারি ব্যয়ের বিভিন্ন খাতে বড় কাটছাঁটের মাধ্যমে।

পরিকল্পনা অনুযায়ী, কল্যাণভাতা খাতে £২৩ বিলিয়ন কমানো হবে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের হালকা সমস্যায় ভুগছেন এমনদের সহায়তা হ্রাস করে। সিভিল সার্ভিসে ১.৩২ লক্ষ পদ বাতিলের মাধ্যমে £৮ বিলিয়ন সাশ্রয় হবে। বৈদেশিক সহায়তা বাজেট ০.৫% থেকে কমিয়ে ০.১% করায় আসবে আরও £৬.৯ বিলিয়ন। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের হোটেল ব্যবহারের খরচ বন্ধ করে £৩.৫ বিলিয়ন এবং কেবল ব্রিটিশ নাগরিকদের জন্য সামাজিক বাসস্থান ও ভাতা সীমিত করে £৪ বিলিয়ন সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে।

এছাড়া পরিবেশবান্ধব নীতিমালা, যেমন হিট পাম্প ও ইলেকট্রিক গাড়ির ভর্তুকি কমিয়ে আরও £১.৬ বিলিয়ন সাশ্রয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

স্যার মেল লেবার পার্টির অর্থনৈতিক নীতিকে “পরবর্তী প্রজন্মের জন্য ঋণের পাহাড়” বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি রিফর্ম ইউকে পার্টির ব্যয় পরিকল্পনাকেও “অঅর্থনৈতিক” ও “অপ্রতিফলিত প্রতিশ্রুতি” হিসেবে সমালোচনা করেন।

তবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বন্ড (Bond)-এর প্রধান রোমিলি গ্রিনহিল এই পরিকল্পনার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বৈদেশিক সহায়তা খাতে এত বড় কাটছাঁট নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং এটি ভবিষ্যতের জন্য ক্ষতিকর।”

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, কনজারভেটিভদের এই নতুন পরিকল্পনা কার্যকর করতে হলে বয়সভিত্তিক ব্যয়, বিশেষ করে পেনশন ও জনকল্যাণ খাতের কাঠামোগত বিষয়গুলোতেও নজর দিতে হবে—নইলে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ঘোড়দৌড় বন্ধ করতে গিয়ে আটক শতাধিক প্রাণী অধিকারকর্মী

বিলেতে বাড়ি কেনা-বেচাঃ প্রপার্টি উইল এবং প্রোবেট

নিউজ ডেস্ক

ইইউ বায়োমেট্রিক প্রকল্প হতে যাচ্ছে যুক্তরাজ্যের নতুন মাথাব্যথা