14.5 C
London
August 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে করোনার ৫ম টিকার অনুমোদন

১৮ ও এর বেশি বয়সের মানুষের জন্য বৃহস্পতিবার নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে ৫ম করোনার টিকার অনুমোদন দিল দেশটি।

 

মার্কিন ওষুধ তৈরি প্রতিষ্ঠানের উৎপাদিত এ নোভাভ্যাক্স হচ্ছে প্রোটিন সমৃদ্ধ প্রথম করোনার টিকা।

 

যুক্তরাষ্ট্রের মেডিসিন এন্ড হেলফ প্রডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) দাবি, মার্কিন এ টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকরী।

 

এমএইচআরএর প্রধান জুন রাইন বলেছেন, পরীক্ষা-নীরিক্ষা ও কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে অনুমোদন পেয়েছে নোভাভ্যাক্স।

 

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেন, করোনা চিকিৎসা বিশ্বে নের্তৃত্ব দিচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

 

এর আগে সোমবার অস্ট্রেলিয়া ১৮ ও এর বেশি বয়সের মানুষের জন্য নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে। এর ফলে অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা ও ফাইজারের পর দেশটিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এটি হচ্ছে চতুর্থ কোভিড-১৯ টিকা।

 

অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমুনাইজেশন (এটিএজিআই) কমপক্ষে তিন সপ্তাহের ব্যবধানে নোভাভ্যাক্সের দুই ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেছে।

 

৭ ফেব্রুয়ারি ২০২২
অনলাইন ডেস্ক

আরো পড়ুন

টোরি সদস্যরা এখনও বরিস জনসনকে ট্রাস এবং সুনাকের চেয়ে বেশি পছন্দ করেন

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

যুক্তরাজ্যে আবাসনের জন্য যুদ্ধঃ ব্রিস্টলে গৃহহীনতার চাপে গড়ে উঠছে চলমান জনপদ