16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে কুকুরের হামলায় একজন নিহত

নর্থামব্রিয়া পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ডে ৫৪ বছর বয়সী একজন ব্যক্তি কুকুরের আক্রমণে মৃত্যুবরণ করেছেন। এই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ বিভাগ। খবরে জানা যায় কুকুরটি একটি এক্সএল বুলি প্রজাতির ছিল – এবং ঘটনাস্থলে পুলিশ কুকুরটিকে গুলি করতে বাধ্য হয়।

শাইনি রো -র বাসিন্দারা জানান, ঘটনার পর প্যারামেডিকরা আহত লোকটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। যদিও আহত ব্যক্তির গলা ও পিঠের একাংশ এবং শ্বাসযন্ত্র হতে প্রচুর রক্তপাত হয়েছিল। শ্বাসযন্ত্র খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আহত ব্যক্তির জীবন বাঁচাতে হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও লোকটি মৃত্যুমুখে পতিত হয়।

৪৪ বছর বয়সী একজন ব্যক্তিকে ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়েছে যিনি সন্দেহভাজন হিসেবে পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানায় পুলিশের একজন মুখপাত্র।

এম.কে
০৫ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

লন্ডনে ২৪ ঘণ্টায় ৩ খুন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অবস্থান করা প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের জন্য সুখবর

ব্রিটিশ সাধারণ নির্বাচনে ধরাশায়ী হবার পথে কনজারভেটিভ দল