7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ক্যাম্পিং কর‍তে গিয়ে নিখোঁজ চার ছাত্রের লাশ পাওয়া গিয়েছে

নর্থ ওয়েলসে ক্যাম্পিং করার পরে নিখোঁজ হয়ে যাওয়া চার কিশোরের নিথর দেহ খুঁজে পেয়েছে নর্থ ওয়েলস পুলিশ।
জেভন হর্স্ট, হার্ভে ওভেন, উইলফ হেন্ডারসন এবং হুগো মরিসের জন্য অনুসন্ধান শুরু করেছিল পুলিশ। এই চার কিশোর ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাদের সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। তাদের সাথে ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের। পরিবারের সদস্যরা দ্রুত পুলিশকে নিখোঁজ রিপোর্ট করেন।

নর্থ ওয়েলস পুলিশ জানায়, অনুসন্ধান কাজ দ্রুত শুরু হবার পর মঙ্গলবার একটি সিলভার ফোর্ড ফিয়েস্তা থেকে চারটি লাশ উদ্ধার করা হয়। গাড়িটি খাদের কিনারে আংশিকভাবে জলে নিমজ্জিত ছিল।

নর্থ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট ওভাইন ল্লেভেলিন জানান, যে চার কিশোর নিখোঁজ ছিল পরিবার হতে তাদের মৃতদেহ বলে ইতিমধ্যে চিহ্নিত করেছেন। কিভাবে এই গাড়ি রাস্তার পাশে খাদের কিনারে আসলো কিংবা কিভাবে তারা মারা গেলো সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় নাই। আমাদের সহমর্মিতা চার কিশোরের পরিবার এবং তাদের বন্ধুদের সাথে রয়েছে।

উল্লেখ্য যে, চারজন কিশোর শ্রীউসবারি কলেজের শিক্ষার্থী এবং এই কলেজে এ-লেভেলে অধ্যয়নরত ছিল। তারা ক্যাম্পিং করতে গিয়ে নিখোঁজ হয়।

সূত্রঃআইটিভি নিউজ

এম.কে
২২ নভেম্বর ২০২৩

 

আরো পড়ুন

ইসরায়েলকে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠাল ইসরায়েল

আফগানিস্তানের বিপর্যয় বিশ্বের বৃহত্তম মানবিক সংকট: গর্ডন ব্রাউন

অনলাইন ডেস্ক