TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে খরার ভয়াবহতাঃ ২০২৫ সালের প্রথম সাত মাসে পানি সংকট, দ্রুত পদক্ষেপের আহ্বান

যুক্তরাজ্যে ২০২৫ সালের প্রথম সাত মাস ছিল ১৯৭৬ সালের পর থেকে সবচেয়ে শুকনো, যা ভবিষ্যতে পানির অভাবের সম্ভাবনা বাড়িয়েছে। ইংল্যান্ডের জলাধারগুলো গড়ে মাত্র ৫৬.১% ভর্তি ছিল, পরিবেশ সংস্থা জানিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জল সংরক্ষণে এখনই দ্রুত পদক্ষেপ নিলে ভবিষ্যতে সংকট এড়ানো সম্ভব।

রেডিং বিশ্ববিদ্যালয়ের হাইড্রোলজি প্রফেসর হান্না ক্লোক বলেন, “আমাদের অবিলম্বে জলের ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি পরিবর্তন করতে হবে। গ্রীষ্মকাল আরও উষ্ণ হবে, তাই এটি জরুরি।” ২০৫০ সালের মধ্যে ইংল্যান্ড প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন লিটার জলের ঘাটতির মুখোমুখি হতে পারে বলে সরকার পূর্বাভাস দিয়েছে।

পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই ফাটল ধরার পাইপ মেরামত ও নয়টি নতুন জলাধার নির্মাণের জন্য ১০৪ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ভবিষ্যতে পানির যোগান নিশ্চিত করা। তবে ইংল্যান্ডে প্রতিদিন প্রায় ২,৬৯০ মেগালিটার জল ফাটল ধরে হারাচ্ছে, যা ১,০৭৬টি অলিম্পিক-আকারের সুইমিং পুলের সমান।

এংলিয়ান ওয়াটারের প্রধান ড. জিওফ ডার্চ বলেন, “ফাটল মোকাবিলায় অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি। জল একটি মূল্যবান সম্পদ এবং এটি ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশের জন্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।”

নটিংহ্যামশায়ারের হোকার্টন ইকো হাউজিং প্রকল্পের পরিচালক সাইমন টিলি বলেন, “পুরো সিস্টেম ধ্বংসের সম্ভাবনা আছে। দীর্ঘ খরা এবং পরে বন্যা, এলোমেলো আবহাওয়া—এইসব মিলিয়ে জল ব্যবস্থার চাপ বাড়ছে। আমাদের সবাইকে সতর্ক হয়ে কম জল ব্যবহার নিশ্চিত করতে হবে।”

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনা বেচাঃ সার্ভিস একোমোডেশন

নিউজ ডেস্ক

বার্মিংহামে ১৯ ডিসেম্বর বিজয় মেলার আয়োজন

ভিসা টেকাতে যুক্তরাজ্যে নির্যাতনের মুখেও নীরব অভিবাসী সেবাকর্মীরা