11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে গাড়ি চুরি মহামারিঃ প্রতি সাড়ে ৮ মিনিটে উধাও একেকটি গাড়ি

যুক্তরাজ্যে গাড়ি চুরির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই ৬১ হাজারের বেশি গাড়ি চুরি হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি সাড়ে ৮ মিনিটে একটি করে গাড়ি উধাও হচ্ছে ব্রিটেনের সড়ক থেকে। এ পরিসংখ্যান দেশটির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
চোরচক্র এখন আর পুরোনো পদ্ধতিতে গাড়ি চুরি করছে না। তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তেই গাড়ির লক ভেঙে ফেলে। কী-লেস এন্ট্রি সিস্টেমের ফাঁকফোকর কাজে লাগিয়ে তারা সেকেন্ডের মধ্যে গাড়ি চালু করতে সক্ষম হচ্ছে। একবার গাড়ি হাতিয়ে নেওয়ার পর সেগুলো সরাসরি অবৈধ গ্যারেজে নিয়ে যাওয়া হয়, যেখানে গাড়ি খোলা হয় এবং দামী পার্টস বিক্রি করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, চোরচক্রের প্রধান লক্ষ্য এখন উন্নত গাড়ির কী-লেস সিস্টেম, এয়ারব্যাগ এবং সেন্সরের মতো দামী অংশ। এগুলো অবৈধ বাজারে বিপুল দামে বিক্রি হচ্ছে। ফলে গাড়ি চুরির সঙ্গে যুক্ত অপরাধচক্রগুলো দ্রুত লাভবান হচ্ছে এবং ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, গাড়ি মালিকদের সচেতনতার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে হবে। না হলে এই প্রবণতা আগামী দিনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের বর্ডার সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক

সামরিক খেতাব এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা হারালেন প্রিন্স অ্যান্ড্রু

অনলাইন ডেস্ক

ছোট নৌকা ঠেকাতে ফরাসি পুলিশের ‘ছুরি অভিযান’কে সমর্থন ব্রিটিশ সরকারের