1.1 C
London
January 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জরুরি সেবায় সময় বাঁচাতে আধুনিক পূর্বাভাস ব্যবস্থা চালু

যুক্তরাজ্যে জরুরি বিভাগে ভিড় কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অপেক্ষার সময় কমছে হাসপাতালে। শীতকালজুড়ে জরুরি বিভাগে রোগীদের দীর্ঘ অপেক্ষা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে যুক্তরাজ্যের হাসপাতালগুলো। এই ব্যবস্থার মাধ্যমে কখন রোগীর চাপ বেশি হবে তা আগেই জানা যাচ্ছে, ফলে প্রয়োজন অনুযায়ী জনবল ও শয্যা ব্যবস্থাপনা সহজ হচ্ছে।

 

প্রযুক্তিটি অতীতের তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস দেয়, কোন দিন বা সময়ে জরুরি বিভাগে রোগীর সংখ্যা বাড়তে পারে। আবহাওয়ার প্রবণতা, মৌসুমি পরিবর্তন ও ব্যস্ত দিনের ধরন বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়, যা হাসপাতাল কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতি নিতে সহায়তা করছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য সেবার আওতাভুক্ত প্রায় ৫০টি প্রতিষ্ঠান ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এর ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দাপ্তরিক জটিলতায় আটকে না থেকে নিজেদের মূল দায়িত্বে আরও বেশি সময় দিতে পারছেন।

সংখ্যাভিত্তিক সরকার ও তথ্যবিষয়ক মন্ত্রী ইয়ান মারে জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে হাসপাতালগুলো ইতোমধ্যেই ভালো ফল পাচ্ছে। তার মতে, কোন সময় জরুরি বিভাগ কতটা ব্যস্ত হবে তা আগে থেকেই জানা গেলে প্রয়োজনীয় জায়গায় সঠিকভাবে জনবল ও সম্পদ বণ্টন করা সম্ভব হয়।

তিনি বলেন, মৌসুমি ব্যস্ততা ও নির্দিষ্ট দিনের চাপ বিবেচনায় নিয়ে বেশি সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকা কর্মী নিয়োজিত করা যায়। একই সঙ্গে হাসপাতালের ভেতরে শয্যা খালি রাখার পরিকল্পনা সহজ হয় এবং রোগীদের দ্রুত ছাড়পত্র দেওয়ার ব্যবস্থাও জোরদার করা যায়।

এই প্রযুক্তির ব্যবহার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের দৃষ্টান্তমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচির অংশ। এই কর্মসূচির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবার দক্ষতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তোলা।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্য কেন্টের ম্যানস্টন এসাইলাম সেন্টারঃ ক্লান্তি, অসুস্থতা ও অমানবিকতার ভয়াবহ চিত্র

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক কোভিড সনাক্ত, মৃত্যু ৪১

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের আবহাওয়ার পূর্বাভাস: এ মাসের শেষে ভারী তুষারপাতের আশংকা

অনলাইন ডেস্ক