18.5 C
London
September 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ‘জোম্বি ড্রাগ’ ভ্যাপে অপ্রাপ্তবয়স্কদের আসক্তি, স্ন্যাপচ্যাটে সহজেই মিলছে ড্রাগ

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের হাতে সহজেই পৌঁছে যাচ্ছে স্পাইস মেশানো বিপজ্জনক ভ্যাপ লিকুইড। বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—স্ন্যাপচ্যাটের মাধ্যমে ডিলারদের কাছ থেকে মাত্র ১০ পাউন্ডে এসব ভ্যাপ পাওয়া যাচ্ছে, যা ১৩ বছরের শিশুরাও কিনতে পারছে।

বিবিসির এক প্রতিবেদক ছদ্মবেশে স্কুলছাত্রীর পরিচয়ে স্ন্যাপচ্যাট ডিলারের কাছ থেকে চার বোতল ভ্যাপ লিকুইড কেনেন। পরবর্তীতে পরীক্ষায় সবগুলোতেই পাওয়া যায় স্পাইস নামক কৃত্রিম মাদক, যেটি ‘জোম্বি ড্রাগ’ নামে পরিচিত। এই ভ্যাপ ব্যবহারকারীদের ভয়ংকর শারীরিক ও মানসিক ক্ষতির মধ্যে ফেলছে।

কিশোরীদের মধ্যে অনেকেই ভয়াবহ আসক্তির শিকার হয়ে পড়ছে। কেউ কেউ জানিয়েছে, ভ্যাপ ব্যবহার করার পর তারা মনে করেছে যেন মারা যাবে। একজন মা বলেন, “আমি প্রতিদিন সকালে ভয়ে থাকতাম—না জানি মেয়েকে মৃত অবস্থায় বিছানায় পাব কি না।”

ডিলাররা ভ্যাপ বিক্রিতে লোভনীয় অফারও দিচ্ছে—এক বোতল ১০ পাউন্ড বা প্রায় ১,৪০০ টাকায়, আবার তিন বোতল মাত্র ২০ পাউন্ডে। অনেক শিশু ও কিশোর ভেবেছে তারা THC (গাঁজার উপাদান) মিশ্রিত ভ্যাপ ব্যবহার করছে, কিন্তু বাস্তবে তা স্পাইস বলে ধরা পড়েছে।

ওয়ারউইকশায়ারের ১৫ বছর বয়সী এল্লা ও তার বান্ধবী সোফি জানান, তারা ১২ বছর বয়স থেকেই ভ্যাপ ব্যবহার করছেন। প্রথমে দোকান থেকে কিনলেও পরে বন্ধুবান্ধবের মাধ্যমে এসব স্পাইসযুক্ত ভ্যাপের সঙ্গে পরিচয় ঘটে। সোফি বলেন, “স্কুলে এক মেয়ে বলল এটা ট্রাই কর। আমি করলাম, আর আমাকে হাই করে দিল। তারপর থেকে আমি কিনতে থাকলাম।”

বাথ ইউনিভার্সিটির নতুন গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের কিছু অঞ্চলে স্কুলে জব্দ হওয়া ভ্যাপের এক-চতুর্থাংশের বেশি স্পাইস মিশ্রিত। এগুলো সাধারণত ছোট ভায়ালে থাকে, যেগুলো সহজেই রিচার্জেবল ভ্যাপে ভরে ব্যবহার করা যায়।

এ ঘটনায় স্ন্যাপচ্যাটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্ল্যাটফর্মটির এক মুখপাত্র জানিয়েছেন, “আমাদের প্ল্যাটফর্মে ভ্যাপ বা অবৈধ মাদক বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই নিয়ম ভঙ্গ করছে, আমরা সক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট বন্ধ করছি।”

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

টিউলিপকে বরখাস্ত করা উচিতঃ শ্যোডো চ্যান্সেলর

যুক্তরাজ্যে ফুসফুস ক্যান্সারের সাথে যুদ্ধে নেমেছে এনএইচএস

যুক্তরাজ্যের রুয়ান্ডা নীতি নিয়ে কঠোর সমালোচনা করলেন ম্যাক্রন