6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ট্যাক্স বৃদ্ধি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে পাব ও রেষ্টুরেন্ট ব্যবসায়

যুক্তরাজ্যে নির্বাচনের পর নতুন লেবার সরকার ক্ষমতায়। কনজারভেটিভ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে অর্থনৈতিক দৈন্যতা সরকারকে বিপদগ্রস্ত করেছিল। লেবার সরকার তাদের বাজেট পেশ করতে যাচ্ছে যেখানে ট্যাক্স বৃদ্ধি হতে পারে বিভিন্ন সেক্টরে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

করোনা কালীন সময়ের পরে যখন অর্থনীতি মাত্র স্থিতাবস্থায় যাচ্ছিল ঠিই সেই মূহুর্তে ট্যাক্স বৃদ্ধি জনজীবনে স্বস্তি নষ্ট করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ক্রিসমাসের পূর্ব মূহুর্তে ট্যাক্স বৃদ্ধি পাব ও রেষ্টুরেন্ট ব্যবসায় ধ্বস নামাতে পারে।

রিভস আগামী বুধবার কর-বৃদ্ধির বাজেট সংসদে প্রকাশ করবেন বলে ধারনা করা যাচ্ছে। উন্নত পাবলিক সার্ভিসের অর্থ যোগাড়ে এই কর বৃদ্ধি বিশৃঙ্খলতা আনতে পারে। যদিও কর বৃদ্ধি হতে অর্জিত অর্থ সরকার পাবলিক সার্ভিসের ব্যয় মেটাতে ব্যবহার করবে বলে লেবার সরকারের বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে।

রিভসের পূর্বসূরি জেরেমি হান্ট সর্বশেষ নভেম্বর মাসে ব্যবসা বাঁচিয়ে রাখতে সহায়তা ফান্ড ঘোষণা করেছিলেন। যেখানে ৭৫% ছাড়ের ব্যবস্থা রেখে হান্ট ক্যাপ প্রথা চালু রেখেছিলেন।

ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশন, সোমবার লেবার সরকারের অর্থমন্ত্রী রেচেল রিভসের কাছে তার পূর্বসূরির মতো সহায়তা ফান্ড জারি রাখার আহ্বান জানিয়েছে।

হিসাবরক্ষক সংস্থা আরএসএম জানায়, ২০০০ জনের উপর চালানো একটি সমীক্ষায় দেখা গিয়েছে বাজেট আয়ে প্রভাব ফেললে এই বছর যুক্তরাজ্যের ৪২% গ্রাহকরা ক্রিসমাসে কম ব্যয় করবেন। যা অর্থনীতির জন্য হবে খারাপ সংবাদ।

উল্লেখ্য যে, জিএফকে(গ্রোথ ফ্রম নলেজ) জরিপ অনুসারে যুক্তরাজ্যের ভোক্তাদের আত্মবিশ্বাস হ্রাস পেয়েছে। অর্থনৈতিক দৈন্যতা জীবনধারায় পরিবর্তন নিয়ে এসেছে। নতুন সরকারের উপর জনগণের প্রত্যাশা তাই চাপ বৃদ্ধি করে যাচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৮ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

আমেরিকান সিক্রেট এজেন্টের কারণে যুক্তরাজ্যের এক নার্সের জীবন ঝুঁকির মুখে

বিদায় বরিস, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

রুয়ান্ডায় নির্বাসন পরিকল্পনার সমালোচনা করলেন প্রিন্স চার্লস!

অনলাইন ডেস্ক