14.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ডাস্টবিনে ঘুমাতে গিয়ে জীবন হারাতে বসেছিলেন এক ব্যক্তি

যুক্তরাজ্যে হোমলেস এক ব্যক্তি ভাগ্যের জোড়ে প্রাণে বেঁচে এসেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে জানা যায়। ঘরবাড়িহীন ব্যক্তিটি ডাস্টবিনে রাত্রি যাপন করছিলেন, ডাস্টবিন হতে ময়লা সংগ্রহ কর‍তে গিয়ে তাকে রিসাইক্লিং ট্রাকে ফেলা হয় এবং তিনি অল্পের জন্য পিষ্ট হওয়া হতে রক্ষা পান। পরবর্তীতে তাকে— ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়।

আবর্জনা সংগ্রহকারীরা ট্রাকের পেছন থেকে অস্পষ্ট চিৎকার শুনে ৯৯৯-এ কল করেন। এরপর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং পরে তাকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ব্রিস্টলের নোভার্স হিলে ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “ ভাগ্য ভালো যে সে পিষ্ট হয়ে মারা যায়নি।শুনেছি আবর্জনা সংগ্রহকারীরা লোকটির চিৎকার শুনতে পান যখন ব্যক্তিটিকে দুর্ঘটনাবশত ময়লার ট্রাকের পেছনে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স এবং দুটি ফায়ার ইঞ্জিন এসেছিল।”

ধারণা করা হচ্ছে, ডাস্টবিনে রাত কাটানো ব্যক্তিটি ব্রিস্টলের নোভার্স হিলে শিল্প এলাকার কাছাকাছি পরিত্যক্ত জমিতে বসবাস করছিলেন। সোমবার রাতে ভারী বৃষ্টির হাত থেকে বাঁচতে তিনি একটি বড় ডাস্টবিনে ঘুমানোর সিদ্ধান্ত নেন — কিন্তু ঘরহীন ব্যক্তি জানতেন না পরের দিন সকাল ৬টায় ডাস্টবিন খালি করা হবে।

অ্যাভন ফায়ার অ্যান্ড রেসকিউয়ের এক মুখপাত্র বলেন, “ আমাদের দল তিন ভাগে বিভক্ত হয়ে মই এবং গাড়ির হাইড্রোলিক ব্যবস্থা ব্যবহার করে ফাঁদে পড়া ব্যক্তিকে উদ্ধার করে। দলটি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স কর্মীদের সাথেও কাজ করেছে।”

সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, “আমরা একটি ডাবল-ক্রু অ্যাম্বুলেন্স, একজন অপারেশন অফিসার এবং রেসপন্স টিম পাঠিয়েছিলাম। পরবর্তীতে তাকে উদ্ধার করে ব্রিস্টল রয়্যাল ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়।”

আহত ব্যক্তি জানান, টাকার অভাবে আমার এইভাবে রাত কাটাতে হয় তবুও সবকিছু মিলিয়ে প্রতি মাসে ৬১৬ পাউন্ড খরচ হয়। আজ বড় দূর্ঘটনা হতে অল্পের জন্য রক্ষা পেয়েছি।

সূত্রঃ দ্য সান

এম.কে
২৬ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ব্রিটে‌নে ১৪ বছরের কিশোরের হাতে বাংলাদেশি ব্যবসায়ী খুন

অনলাইন ডেস্ক

মর্গেজ এবং অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস

ভিড় বেড়েছে লন্ডনের প্রপার্টি মার্কেটে

নিউজ ডেস্ক