4.8 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ড্রাগন বোট উৎসব উদযাপন

শনিবার যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের সালফোর্ড বন্দরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগনবোট ফেস্টিভ্যাল।
দু’দিনব্যাপী ড্রাগনবোট রেস প্রতিযোগিতায় শিক্ষার্থী, কোম্পানি এবং স্থানীয় সামাজিক সংস্থার ৪০টি অপেশাদার দল অংশ নেয়।
চীনের ঐতিহ্যবাহী এ উৎসব চীনের পাশাপাশি ইউরোপ জুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
ম্যানচেস্টার মিউজিয়ামের পরিচালক এসমে ওয়ার্ড বলেন, ‘উৎসবের মাধ্যমে ভিন্ন দেশের বিভিন্ন প্রজন্মের মানুষ, সম্প্রদায় এবং সংস্থা এক হয়। এখানে উদযাপিত ড্রাগনবোট উৎসবের মাধ্যমে এদেশের মানুষ ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে এবং শিখতে পারছে’।
এম.কে
১৯ জুন ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে পাঁচ বছরে বন্ধ হওয়া বেশির ভাগ ফার্মেসিই দরিদ্র এলাকায়

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ল্যান্ডলর্ডদেরা সেকশন টুয়েন্টি-ওয়ান বাতিল চায়

কেয়ার ভিসা কমাতে যাচ্ছে ব্রিটেন, আসতে পারে নতুন শর্ত