17.4 C
London
July 30, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে তোপের মুখে পড়তে যাচ্ছেন এলন মাস্ক

ব্রিটিশ এমপিরা এলন মাস্কের বিরুদ্ধে সমন জারি করবেন বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়। যুক্তরাজ্যের গ্রীষ্মকালীন দাঙ্গায় স্যোশাল সাইট এক্স (টুইটারের নতুন নাম)-এর ভূমিকার কারণে এই সমন জারির কথা জানা যায়।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ব্রিটিশ সংসদের একটি তদন্তে জানানো হয় এক্সের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল যা যুক্তরাজ্যের দাঙ্গায় ক্ষতিকারক প্রভাব ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্ট কিছু কনটেন্ট নিয়েও তদন্ত করা হবে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা এবং টিকটকের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও এই তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। হাউজ অব কমন্সের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক তদন্তের অংশ হিসেবে এটি করা হবে।

নতুন বছরের প্রথম দিকেই শুনানি শুরু হবে। এর উদ্দেশ্য হচ্ছে দ্রুত অগ্রসরমান প্রযুক্তি এবং প্ল্যাটফর্মগুলোর রাজনৈতিক ব্যবহার সম্পর্কিত যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন পিছিয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা।

এমপিরা জানান তারা খোঁজার চেষ্টা করবেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্ষতিকারক কনটেন্ট তৈরি ও ছড়ানো হচ্ছে। আগস্ট মাসে সাউথপোর্টে তিন স্কুলছাত্রী হত্যাকাণ্ডের পর ইসলামবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক ও এক্সে যেসব বিভ্রান্তিকর ছবি ছড়ানো হয়েছিল, তা নিয়েও তদন্ত করা হবে।

কমিটির চেয়ারম্যান চি অনওরাহ বলেন, “ আমি অবশ্যই মাস্কের কাছে জানতে চাইব তিনি কীভাবে মতপ্রকাশের স্বাধীনতার প্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন।”

এলন মাস্ক, যিনি এক্স-এর মালিক, সেপ্টেম্বরে একটি ব্রিটিশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এই তদন্তটি এমন এক সময়ে শুরু হচ্ছে যখন সোশ্যাল মিডিয়া ল্যান্ডস্কেপে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। লক্ষাধিক এক্স ব্যবহারকারী ব্লুস্কাই নামক নতুন প্ল্যাটফর্মে চলে যাচ্ছেন ভুল তথ্য, নিষিদ্ধ ব্যবহারকারীদের প্রত্যাবর্তনের জন্য।

যুক্তরাজ্যে অনলাইন সেফটি অ্যাক্টের অধীনে অবৈধ কনটেন্ট রোধে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর জন্য কঠোর নিয়ম চালু হতে যাচ্ছে, যা আগামী মাসে ঘোষণা করা হবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ডাউনিং স্ট্রিটে বিড়াল ল্যারির ১০ বছর

অনলাইন ডেস্ক

জনগণের জন্য যুক্তরাজ্য সরকার কর্তৃক সহায়তা ফান্ডের ঘোষণা

যুক্তরাজ্য হতে রুয়ান্ডায় প্রেরিত শরনার্থীদের ভয়াবহ জীবন