11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দুই সন্তানের বেনিফিট সীমা প্রত্যাহারঃ বড় পদক্ষেপ চ্যান্সেলর রিভসের

ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস আগামী বাজেটে দুই সন্তানের বেনিফিট সীমা প্রত্যাহারের পরিকল্পনা করেছেন। এটি লেবার পার্টির এমপি এবং শিশু দারিদ্র্য বিরোধী কর্মীদের দীর্ঘদিনের দাবির ফল বলে জানা গেছে।

চাইল্ড পোভার্টি টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে রিভস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বাজেটে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, ইউনিভার্সাল ক্রেডিট ও চাইল্ড ট্যাক্স ক্রেডিটে এই সীমা প্রত্যাহার করলে লক্ষাধিক শিশু দারিদ্র্য থেকে বের হতে পারবে।

তবে পুরো সীমা তুলে দিলে বড় পরিবারগুলোর জন্য সরকারের ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে যেসব পরিবারে ছয় বা তার বেশি সন্তান রয়েছে, তারা অতিরিক্ত হাজার হাজার পাউন্ড বেনিফিট পেতে পারেন।

এ অবস্থায় সরকার নতুন “টেপারড সিস্টেম” চালু করার সম্ভাবনা বিবেচনা করছে, যেখানে বেনিফিট ধাপে ধাপে কমানো বা বাড়ানো হবে।

এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামী বাজেট উপস্থাপনের সময় আসতে পারে, যা শিশু দারিদ্র্য ও পরিবারের আর্থিক সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০১ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে আইনজীবীদের উপর আসছে কড়া নজরদারি

অভিবাসনবিরোধী আইন বন্ধ করুন, যুক্তরাজ্যের প্রতি ইইউ

যুক্তরাজ্যে প্রথমবারের মতো তীব্র গরমের সতর্কতা জারি

অনলাইন ডেস্ক