9.9 C
London
October 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছে অ্যামাজন কর্মীরা

সেন্ট্রাল ইংল্যান্ডের কভেন্ট্রিতে একটি গুদামে এক হাজার জনেরও বেশি অ্যামাজন কর্মী ধর্মঘটের ডাক দিয়েছেন। ব্ল্যাক ফ্রাইডের শপিং ডের আগে এ ধর্মঘট ডাকা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন বলে খবরে জানা যায়। জিএমবি ট্রেড ইউনিয়ন এ পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

ঘোষণাটির মাধ্যমে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা স্পষ্ট হল। যুক্তরাষ্ট্রে একটি বিশেষ দিন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। এটি পালিত হয় প্রতি বছর নভেম্বরের শেষ শুক্রবার। দিনটি উপলক্ষে ধুম পড়ে কেনাকাটায়। কারণ এ দিনে বিশেষ অফারে পণ্যের ওপর ছাড় দেয় মার্কিন ব্যবসায়ীরা। তাই বছরের এ সময়ের সাধারণত অনলাইনেও বিক্রি বেড়ে যায়। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ধর্মঘটটি ৭-৯ নভেম্বর পর্যন্ত চলবে, যা ব্ল্যাক ফ্রাইডের জন্য কেনাকাটাকে প্রভাবিত করবে। বেশ কয়েকদিন ধরেই মজুরি নিয়ে যুক্তরাজ্যে অ্যামাজন ও এর কর্মীদের মধ্যে বিরোধ চলছে। এরই মধ্যে ঘোষণাটি এল।

ধর্মঘটের ঘোষণার প্রতিক্রিয়ায়, অ্যামাজন প্রতিযোগিতামূলক মজুরি ও অন্যান্য সুবিধা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। কোম্পানিটি ছুটির মৌসুমের আগে তাদের কর্মী বাড়ানোর জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্যে অ্যামাজন তার অপারেশন পরিচালনায় কর্মীদের জন্য মূল মজুরি বাড়ানোর পরিকল্পনা করেছে। আগে কর্মীদের ঘণ্টাপ্রতি ১১ পাউন্ড ৮০ পেনি দেয়া হতো । এখন তা ১২ পাউন্ড ৫০ পেনি উন্নিত করা হবে। নতুন বেতন ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। অ্যামাজন আরো জানায়, ২০২৪ সালের এপ্রিল নাগাদ বেতন আরো বাড়িয়ে ১৩ পাউন্ড করা হবে।

এম.কে
২১ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের কারাগারে ধর্ষকের সাথে প্রেম, কারাগারেই ৪০ বার শারীরিক মিলন

আগস্টে যুক্তরাজ্যের হাই স্ট্রিটে বন্ধ হচ্ছে সুপারড্রাগ, পাউন্ডল্যান্ডসহ একাধিক জনপ্রিয় স্টোর

জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্য সরকারের বহর নিয়ে নতুন সমালোচনা