মর্টেজের ইন্টারেস্ট রেইট আগামী দুই বছরের মধ্যে প্রায় ৮০% বৃদ্ধি পাবে বলে মনে করেন বাড়িওয়ালারা।
বেশিরভাগ বাড়িওয়ালারা আগামী ৫ বছরে তাদের আয়ের পোর্টফোলিও বর্ধিত করতে চায় বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। আইএমএলএর এর তথ্যমতে বর্ধিত সুদের হার ও নতুন সরকারী বিধিবিধান সংক্রান্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও ল্যান্ডলর্ডেরা পোর্টফোলিওগুলি প্রসারিত করতে চায়।
প্রতিবেদনের ভাষ্যমতে ইন্টারেস্ট পেমেন্ট রেইট ৮০% বাড়ার সম্ভাবনা প্রবল। যা একজন বাড়িওয়ালার ভাড়ার আয়ের ২৬% কিংবা অন্যান্য ট্রেডিং আয়ের প্রায় ৫৪% এর সমান। এই অতিরিক্ত খরচ মোকাবেলায় বাড়িওয়ালারা ঘরভাড়া বাড়ানোর পরিকল্পনা করতে পারে।
আইএমএলএর নির্বাহী পরিচালক কেট ডেভিস মন্তব্য করেন, “পিআরএস যুক্তরাজ্যের আবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ২০% বাড়ি সরবরাহ করে থাকে।
আমাদের গবেষণা দেখা যায় যে অনেক বাড়িওয়ালা নানা কারণে দ্রুত ক্রমবর্ধমান ব্যয়ের মুখোমুখি হচ্ছে। বাস্তবতা নির্দেশ করে এইসব অতিরিক্ত ব্যয়ের কারণে তারা বাড়িভাড়া বাড়াতে বাধ্য হবে।”
এম.কে
০৯ ডিসেম্বর ২০২৩