6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ‘নাইটক্লাবে সুচ ফোটানো’, ২ জন আটক

যুক্তরাজ্যে রাতের পার্টিতে গায়ে সুচ ফোটানো ও পানীয়তে চেতনানাশক মেশানোর সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা সাসেক্সে নাইটক্লাবগুলোতে নারীদের সুচ ফোটানোর ঘটনাগুলোর তদন্তের বেশ কয়েকটি প্রতিবেদন অনুসরণ করে তাদের আটক করেন। ওই ঘটনার পর যুক্তরাজ্যের নাইটক্লাববের মতো স্থানগুলো এড়িয়ে যাওয়ার জন্য বাধ্য হচ্ছেন সেখানকার নাগরিকরা।

 

রোববার (১ নভেম্বর) হোভ থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষ খাইয়ে আহত করার চেষ্টা করা হয়েছে সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। একই অপরাধের সন্দেহে গতকাল সোমবার সকালে ব্রাইটনের একজন ১৯ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সাসেক্স পুলিশের মুখপাত্র জানান, তদন্ত অব্যাহত থাকা অবস্থায় উভয়কেই জামিন দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, পুলিশের কাছে বেশ কিছু সাম্প্রতিক রিপোর্ট পাওয়া গেছে, যেগুলোতে অভিযোগ করা হয়েছে, ভিকটিমরা রাতের পার্টির সময় বা তার পরে অসুস্থ হয়ে পড়েন। তাদের কারো কারো শরীরে সুচ ফোটানোর চিহ্ন পাওয়া যায়। বা তারা দৃঢ়ভাবে জানিয়েছেন, তাদের পানীয়ের সঙ্গে কারসাজি করা হয়েছে।

 

ব্রাইটন এবং হোভের ডিভিশনাল কমান্ডার চিফ সুপারিনটেনডেন্ট জাস্টিন বার্টেনশ বলেছেন, ‘আমরা এই উদ্বেগজনক প্রতিবেদনগুলো তদন্ত করার জন্য চব্বিশ ঘণ্টা কাজ চালিয়ে যাচ্ছি। অপরাধীদের ধরতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য আমাদের ক্ষমতার মধ্যে সব কিছু আমরা করব।’

 

উল্লেখ্য, ব্রিটেনে নারীদের টার্গেট করে সুচ ফুটিয়ে হেনস্তা করার প্রবণতা বাড়ছে। গত মাসে নটিংহ্যামের একটি নাইটক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণীকেও এভাবে সুচ ফোটানো হয়। লিজি উইলসন নামে ওই তরুণী জানান, আচমকা পিঠে সূক্ষ্ম একটা ব্যথা টের পাই। বুঝতে পারি, কেউ একজন সুচ বিঁধিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই আততায়ী চলে যায় আড়ালে। তিনি আরো বলেন, মিনিট দশেক পরই টের পাই পা নাড়াতে পারছি না। টলতে টলতে কোনোমতে বন্ধুদের ডাকি। তারাই এগিয়ে এসে উদ্ধার করে আমাকে।

 

এভাবে তরুণীদের টার্গেট করে ইদানীং ক্লাবগুলোর আশপাশে চেতনানাশক ইনজেকশন পুশ করা হচ্ছে। দ্রুত লিজি উইলসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কাউকেই যেন যেতে না হয়। আমার মনে হচ্ছিল, আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।

 

অবশ্য এক বছর ধরে ব্রিটেনে তরুণীদের ওপর সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। অপহরণ, খুন- এসবই এখন দেশটির বড় ইস্যু। বিভিন্ন স্থানে এসবের বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। ব্রিটেনে এর আগে তরুণীদের গায়ে সুচ ফোটানোর বিষয়টি ছিল বিচ্ছিন্ন ঘটনা। এখন সেই সংখ্যাটা উদ্বেগজনকভাবে বাড়ছে। শুধু নটিংহ্যাম্পশায়ারেই সম্প্রতি এমন ১২টি ঘটনা ঘটেছে।

 

২ নভেম্বর ২০২১
সূত্র : আইটিভি, ইনডিপেনডেন্ট ডট আইই

আরো পড়ুন

রাশিয়ান ভিসা ও মাস্টারকার্ড নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

ইইউ ও ইউকের নতুন আইনে চাপের মুখে টেক জায়ান্টরা

ভুয়া আশ্রয় আবেদন নিয়ে তদন্ত করছে সলিসিটর রেগুলেশন অথোরিটি