15.3 C
London
November 24, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বিপাকে মানুষ

যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। এ অবস্থায় প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন তারা বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য একটি। দেশটিতে ইউরোপের বিভিন্ন দেশের মতোই উর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। চলতি বছরের মার্চ মাস হতে দেশটিতে মুদ্রাস্ফীতি প্রায় ১৬ শতাংশ বেড়েছে।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, দাম বাড়ায় বর্তমানে প্রতি ১০ জন ব্রিটিশ নাগরিকদের মধ্যে ৮ জন তাদের খাদ্য কেনাকাটা পরিমাণ কমিয়ে এনেছেন। ৫৫ শতাংশ মানুষ অনেক পণ্যই কেনা বন্ধ করে দিয়েছেন।

একটি অফিসিয়াল জরিপ অনুসারে, ২০ জনের মধ্যে একজন খাদ্য কিনতে অক্ষম হয়ে পড়েছেন প্রায়।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) সমীক্ষায় দেখা গেছে, সিঙ্গেল পেরেন্টসদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বিশেষ করে এক চতুর্থাংশেরও বেশি লোক নিজেদের এই পরিস্থিতিতে খাপ খাওয়াতে প্রায় অক্ষম হয়ে পড়েছে।

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে কিছু গোষ্ঠী হতবিহ্বল হয়ে পড়েছে।

ওএনএস এর তথ্যমতে প্রায় ৪৩% ভাড়াটে ভাড়া প্রদান করতে হিমশিম খাচ্ছে। ২৮% ঘরের মালিক মর্গেজ প্রদানে ব্যর্থ হচ্ছেন। আর দাম বৃদ্ধি পাওয়ার কারণে ৪৪ শতাংশ তাদের খাদ্য তালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়ে অন্য কিছু কিনছেন।

যুক্তরাজ্যে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি রাজনৈতিক মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতির জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছেন দেশটির অর্থমন্ত্রী।

এম.কে
১৪ জুলাই ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনবাসীদের দেওয়া হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে লিডসের পাবে পাওয়া গেলো নবজাতক শিশুর লাশ

যুক্তরাজ্যে গত তিন রমজানে এই প্রথম মসজিদে নির্বিঘ্নে জমায়েত