TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পরিচ্ছন্নতা আইন লঙ্ঘনে প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে কঠোর রায়

পূর্ব লন্ডনের এক প্রবাসী বাংলাদেশি রাস্তায় সিগারেটের টুকরো ফেলে এবং পরে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন। দীর্ঘ শুনানি শেষে সম্প্রতি বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাদিক আলী। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তিনি জনসাধারণের চলাচলের রাস্তায় সিগারেটের অবশিষ্টাংশ ফেলেন, যা যুক্তরাজ্যের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন। বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর হিসেবে বিবেচিত হয়।

আদালত রায়ে সাদিক আলীকে দোষী সাব্যস্ত করে জরিমানার আদেশ দেন। আদালত ও স্থানীয় কাউন্সিলের খরচসহ তাকে সর্বমোট ৭০০ পাউন্ডের বেশি অর্থ পরিশোধ করতে বলা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮ হাজার ৫০০ টাকার সমান।

আদালত শুনানিতে উল্লেখ করেন, জনসম্মুখে ময়লা ফেলা এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে পরিচয় গোপন করা উভয়ই শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের আচরণ জনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এই রায়ের মাধ্যমে জনপরিসরে পরিচ্ছন্নতা রক্ষা ও আইন মেনে চলার বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। প্রবাসী কমিউনিটিতেও ঘটনাটি সতর্কতা হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ নিয়ে নতুন বিতর্কের মুখে সুনাক

হোম অফিসের ভুল রেফারেলঃ আইনি পদক্ষেপের হুমকি সলিসিটর শাহিন মামুনের

ইংল্যান্ডে আউটডোর স্পোর্টস ফেরত আসবে ২৯ মার্চ