10.2 C
London
February 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বর্ডার ফোর্স কর্তৃক ম্যানচেস্টার বিমানবন্দরে গ্রেফতারের পর এক ব্যক্তির মৃত্যু

ম্যানচেস্টার বিমানবন্দরে বর্ডার ফোর্স কর্মকর্তাদের দ্বারা গ্রেফতার হওয়ার পর ২৭ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

পুলিশ ওয়াচডগ জানিয়েছে, বুধবার টার্মিনাল ২-এ নিরাপত্তা চেকের সময় “অস্বাভাবিক আচরণ” প্রদর্শনের কারণে ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল।

ম্যানচেস্টার ইভিনিং নিউজের তথ্যানুসারে, ধারণা করা হচ্ছে তাকে মাদক সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছিল। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দুপুর ১:৫৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আই,ও,পি,সি (IOPC) দফতর এই ঘটনার তদন্ত পরিচালনা করছে বলে জানা যায়।

বিশেষজ্ঞ কর্মকর্তারা মৃত ব্যক্তির পরিবারকে সহায়তা করছেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের আপডেট জানানো হচ্ছে।

একজন IOPC মুখপাত্র বলেছেন: “আমরা নিশ্চিত করছি যে ১৯ ফেব্রুয়ারি বুধবার ম্যানচেস্টার বিমানবন্দরে বর্ডার ফোর্স কর্মকর্তাদের দ্বারা গ্রেফতারের পর ২৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা আমরা তদন্ত করছি।

আমাদের তদন্ত হোম অফিস থেকে আসা এক রেফারেলের ভিত্তিতে শুরু হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ওই ব্যক্তি বুধবার বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল এবং অস্বাভাবিক আচরণ করার কারণে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তাকে গ্রেফতার করে একটি হোল্ডিং এলাকায় নেওয়া হয়, যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্যারামেডিকদের ডাকা হয়। দুঃখজনকভাবে, তাকে দুপুর ১:৫৩ মিনিটে মৃত ঘোষণা করা হয়।

এই মৃত্যুর বিষয়ে অবহিত হওয়ার পর, আমরা বুধবার বিকেল ৪:২৯ মিনিটে একটি স্বাধীন তদন্ত ব্যবস্থার ঘোষণা করি। IOPC-এর তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ শুরু করেন।”

IOPC-এর পরিচালক, আমান্ডা রোয়ে বলেছেন, ” প্রথমত এবং প্রধানত, আমাদের চিন্তা মৃত ব্যক্তির পরিবার ও প্রিয়জনদের নিয়ে। যখন কেউ আটক হওয়ার পর মারা যায়, তখন এটি বোঝার জন্য একটি বিস্তারিত তদন্ত হওয়া জরুরি যে কী ঘটেছিল।

আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের ভূমিকা ব্যাখ্যা করেছি। তদন্তের অগ্রগতির বিষয়ে আমরা তাদের আপডেট দিতে থাকব। আমাদের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং এই মুহূর্তে আরও কোনো তথ্য নেই।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা

ই-সিগারেট নিয়ে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর ক্ষোভ

লন্ডনে প্রতি ৬ মিনিটে একটি মোবাইল চুরি