গণপরিবহনে ভ্রমণের অভিজ্ঞতা আরও শান্ত ও আরামদায়ক করতে ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) যাত্রীদের হেডফোন ব্যবহারের অনুরোধ জানিয়েছে। নতুন সচেতনতামূলক প্রচারণায় যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন মোবাইলে জোরে কথা বলা বা গান-ভিডিও চালিয়ে অন্যদের বিরক্ত না করা হয়।
TfL জানিয়েছে, বাস, ট্রেন কিংবা আন্ডারগ্রাউন্ডে অনেক যাত্রী উচ্চস্বরে ফোনে কথা বলেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে গান ও ভিডিও চালান, যা অন্য যাত্রীদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে। এ কারণে যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—“সহভাগী ভ্রমণকে সম্মান করুন।”
এক TfL মুখপাত্র বলেন, “আমরা চাই সবাই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করুন। যাত্রাপথে যদি মোবাইল ব্যবহার করেন, দয়া করে হেডফোন ব্যবহার করুন এবং অন্যদের বিরক্ত করবেন না।”
যাত্রীদের মধ্যে এই উদ্যোগকে অনেকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, শুধু অনুরোধ যথেষ্ট নয়, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এক যাত্রী বলেন, “অনেকেই নিয়ম মানে না। শুধু পোস্টার বা ঘোষণায় কাজ হয় না।”
TfL-এর এই প্রচারণা ইতিমধ্যেই স্টেশনের ঘোষণা, পোস্টার এবং সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। সংস্থাটি আশা করছে, সচেতনতার মাধ্যমে গণপরিবহন ব্যবহারে যাত্রীরা আরও শান্তিপূর্ণ অভিজ্ঞতা পাবেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৭ আগস্ট ২০২৫