23.6 C
London
August 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়িভাড়া বৃদ্ধির রেকর্ড

যুক্তরাজ্যের ভাড়াটেরা এখন প্রতি মাসে গড়ে প্রায় ১০৮৮ পাউন্ড ভাড়া দিচ্ছেন, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভাড়ার রেকর্ড।

 

রাইটমুভের মতে, লন্ডনের বাইরে গড় ভাড়ার পরিমাণ গত বছরে ১০.৮% বা ১০৬ পাউন্ড বেড়েছে, যা তাদের ১০০০ পাউন্ডের মার্ক ছাড়িয়েছে।

 

এটি প্রথমবারের মতো প্রমাণ করে যে রাজধানীর বাইরে ভাড়া বছরে ১০% এর বেশি বেড়েছে। এর মানে হল গড় ভাড়া এখন দুই বছর আগের একই সময়ের তুলনায় ১৫% বেশি, ঠিক যেমন মহামারির শুরুতে হয়েছিল।

 

ভাড়াটেদের উচ্চ চাহিদার বিপরীতে ভাড়াযোগ্য সম্পত্তির সংখ্যা কম হওয়ায় ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। ফলে ভাড়া চাওয়ার ক্ষেত্রে যথেচ্ছাচার বৃদ্ধি ঘটছে।

 

প্রোপার্টি পোর্টাল অনুসারে, এক বছর আগের তুলনায়, ভাড়াটেদের চাহিদা ৬% বেড়েছে যেখানে বাজারে ভাড়ার সম্পত্তি চাহিদার তুলনায় অর্ধেকও খালি নেই।

 

১৬ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

আফগান আশ্রয় প্রকল্প ফাঁসঃ দাঙ্গার আশঙ্কায় ব্রিটিশ সরকার

সৌদি আরবে এবার পর্যটকদের জোয়ার, বিশ্বে দ্বিতীয়

Business Finance: Recovery Loan Scheme