21.5 C
London
July 31, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মা-বাবা থাকতে পারলেও সন্তানদের ব্রাজিলে ফেরত যাওয়ার নির্দেশ

ব্রাজিলিয়ান এক দম্পতির দুই শিশু সন্তানকে যুক্তরাজ্য ত্যাগ করে একা ব্রাজিলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে হোম অফিস। অথচ তাদের মা আনা লুইজা কাবরাল গোভেইয়া এনএইচএস-এর সিনিয়র নার্স এবং বাবা ড. হুগো বারবোসা এক্সেটার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে যুক্তরাজ্যে বৈধভাবে বসবাস ও কাজ করছেন।
১১ বছর বয়সী গিলহেরমে ও ৮ বছর বয়সী লুকা যুক্তরাজ্যে বড় হয়েছে, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষ নয়, এমনকি পর্তুগিজ পড়তে বা লিখতেও পারে না। তাদের বিরুদ্ধে পাঠানো হোম অফিসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যে অবৈধভাবে থাকলে তাদের গ্রেপ্তার, বিচার, কাজ ও বাসা ভাড়া নেওয়ার নিষেধাজ্ঞাসহ ড্রাইভিং লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

গোভেইয়া জানান, “আমি কখনো ভাবিনি হোম অফিস আমার সন্তানদের এমনভাবে অপরাধী বানাবে। ২০১৯ সাল থেকে আমি এনএইচএসে কাজ করছি, নিয়ম মেনে ট্যাক্স দিয়েছি। তবু আমার সন্তানদের এভাবে তাড়িয়ে দিতে চাওয়া অমানবিক।”

বারবোসা জানান, “আমার সন্তানদের ব্রাজিলে পাঠানো হলে তাদের মানসিক স্থিতি ও সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গিলহেরমে ইতিমধ্যেই গ্রামার স্কুলে ভর্তি হয়েছে, যে আসন সে হারিয়ে ফেলতে যাচ্ছে।”

এই সমস্যার সূত্রপাত হয় দম্পতির বিবাহ বিচ্ছেদের পর। ২০২২ সালে গোভেইয়া নিজের স্কিল্ড ওয়ার্কার ভিসা পান এবং বারবোসা ২০২৪ সালে Indefinite Leave to Remain (ILR) অর্জন করেন। কিন্তু হোম অফিসের নিয়ম অনুযায়ী, উভয় অভিভাবককে একই সঙ্গে স্থায়ী বসবাসের অনুমতি পেতে হবে, অথবা একজনের হাতে পুরো অভিভাবকত্ব থাকতে হবে—যা এখানে প্রযোজ্য নয়।

হোম অফিসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আপনার ব্রাজিলে ফিরে গিয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ রয়েছে। পরিবারে কিছু বিঘ্ন ঘটলেও, যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণ বজায় রাখা অধিক গুরুত্বপূর্ণ।”

গোভেইয়ার প্রশ্ন—“আমি যাদের সেবা দিয়ে এসেছি সেই দেশের প্রশাসন কেন আমার শিশুদের এভাবে অপরাধী হিসেবে দেখছে?”

হোম অফিসকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হয়েছে যদিও হোম অফিস কোনো মন্তব্য জানাতে অপারগতা প্রকাশ করে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৮ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য সরকারের সীমান্ত নিরাপত্তা অভিযানে প্রচুর অবৈধ অভিবাসী গ্রেফতার

ট্রাফেলগার স্কয়ারে নিউইয়ারের উদযাপন অনুষ্ঠান বাতিল

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বৃহৎ কোম্পানিগুলোর অগ্রগতি ক্ষীণ