16.1 C
London
October 17, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে “মোবাইল-মুক্ত স্কুল”- আইন তৈরি করতে কাজ করছে সরকার

আইন অনুসারে ইংল্যান্ডের স্কুলগুলিতে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার জন্য চাপ বাড়ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়। শিক্ষা বিশেষজ্ঞ এবং ইউনিয়নগুলি সংসদের মাধ্যমে দ্রুততম সময়ের ভিতরে বিদ্যালয়ে স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে কাজ শুরু করেছে।

বুধবার হাউস অফ কমন্সে লেবার সাংসদ এবং প্রাক্তন শিক্ষক জোশ ম্যাকালিস্টারের বলেন, শিশুদের জন্য “দিনে কয়েক ঘন্টা স্মার্টফোনে ডোমসক্রোলিং” ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই বছরের শুরুর দিকে সরকারী গাইডলাইন অনুযায়ী, মোবাইল ফোনের উপর বিধিনিষেধ আরোপ করা হয় বিদ্যালয়ে। এর কারণ হিসেবে বলা হয়, স্কুলে নেতিবাচক প্রভাব ফেলে ফোন। ব্যাহত হয় পাঠদান প্রক্রিয়া। সরকারি নির্দেশিকায় বিষয়টিতে নজরদারির জন্য প্রধান শিক্ষকের উপরে দায়িত্ব দেয়া হয়।

তবে মিঃ ম্যাকালিস্টার গাইডেন্স বা গাডলাইনকে আইনে পরিণত করতে চান। পাশাপাশি শিশুদের সামাজিক মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে তিনি একধরনের “সিটবেল্ট আইন” চালু করতে আগ্রহী বলেও মত প্রকাশ করেন।

নিরাপদ ফোন বিল শিশুদের স্মার্টফোন ব্যবহারকে আরো সীমাবদ্ধ করবে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। স্থানীয় স্কুলগুলিকে তাদের ফোন ব্যবহার নীতিমালা সংশোধন করতে হবে বলে অনেকে মতামত প্রকাশ করেন।

তবে স্মার্টফোনের পক্ষেও অনেকে নিজেদের মতামত প্রকাশ করে বলেন, স্মার্টফোন সামাজিকীকরণ সহ শিশু বিকাশের জন্য ভাল সুযোগ সরবরাহ করে থাকে। তবে স্মার্টফোনের পক্ষে কথা বলা ব্যক্তিরাও স্কুলে ডিভাইস ব্যবহারের বিধিনিষেধকে সমর্থন জানিয়েছেন।

হোয়াইটহ্যাভেন এবং ওয়ার্কিংটনের সংসদ সদস্য মিঃ ম্যাকালিস্টারের আনা বিলটি যে নিয়মের উপর বেশি জোর প্রদান করছেন তা হলো:

°যুক্তরাজ্যের সকল বিদ্যালয় সমূহ মোবাইল-মুক্ত অঞ্চল হিসাবে গড়ে তোলার জন্য আইনী প্রয়োজনীয়তা।

°পিতামাতার অনুমতি ব্যাতিরেকে বাচ্চাদের মোবাইলে ডেটা ব্যবহারের সম্মতি ১৩ বছর হতে বাড়িয়ে ১৬ বছরে নির্ধারণ করা।

°অফকমকে আরো শক্তিশালী করে তুলতে ক্ষমতা প্রদান করা। যাতে শিশুদের অ্যাপ্লিকেশন এবং পরিষেবাদিগুলির সংস্পর্শে আসার নকশার উপর অফকমের তদারকি ক্ষমতা বৃদ্ধি পায়। যা তারা প্রয়োগ করে শিশুদের অযাচিত এপ্স ব্যবহার রোধ করতে সক্ষম হয়।

°প্রয়োজনে অনূর্ধ্ব -১৬ বছরের শিশুদের ফোনের নকশা, বিপণন এবং ব্যবহারে আরও নিয়ন্ত্রণ প্রণয়ন করা।

মিঃ ম্যাকালিস্টার বলেন, ” বিশ্বজুড়ে বিভিন্ন দেশ সমূহ শিশুদের স্মার্টফোন ব্যবহার রোধে সাহসী পদক্ষেপ গ্রহণ করছে। আমরা দ্রুত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের দেশের শিশুদের জন্য ঝুঁকি রোধ করতে সক্ষম হবো না।যুক্তরাজ্যে শিশুদের ফোন ব্যবহার নিয়ে এখনই জাতীয় বিতর্ক করার সময়।”

উল্লেখ্য বর্তমানে যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফোন নিয়ে আসে তাদের অবশ্যই স্মার্টফোন লকার বাক্সে রাখতে হয়। যার কারণে শিশুদের স্কুলের মাঠে অন্যান্য আউটডোর গেম খেলায় ব্যস্ত হতে দেখা যাচ্ছে বলে মত জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ব্রিটিশ সরকারকে তুলোধুনো করলেন ব্যারোনেস সাঈদা ওয়ারসি

অনলাইন ডেস্ক

শামীমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ

ব্রেক্সিট ভুল ছিল বলা লোকের সংখ্যা বাড়ছেঃ জরিপ