16.5 C
London
May 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ৩ বুলগেরিয়ানকে দোষী সাব্যস্ত

যুক্তরাজ্যে তিনজন বুলগেরিয়ানকে শুক্রবার লন্ডনের এক আদালত রাশিয়ার গুপ্তচর ইউনিটের সদস্য হিসেবে দোষী সাব্যস্ত করেছে। তারা পলাতক জান মার্সালেকের নির্দেশে কাজ করছিলেন বলে তথ্যমতে জানা যায়। অভিযুক্ত এই তিন ব্যক্তি ক্রেমলিনের জন্য একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং মস্কোর টার্গেট করা ব্যক্তিদের ওপর নজরদারি চালাচ্ছিলেন।

ব্রিটিশ প্রসিকিউটরদের মতে, মার্সালেক যুক্তরাজ্য-ভিত্তিক দক্ষ বুলগেরিয়ান গুপ্তচর দলকে জার্মানিতে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাদের ওপর গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেন। তাদের যুদ্ধক্ষেত্রে গতিবিধি নজরে রাখার পরিকল্পনা ছিল, যা ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর শুরু হয়।

অস্ট্রিয়ান নাগরিক মার্সালেক জার্মান কর্তৃপক্ষের দ্বারা ওয়ান্টেড, কারণ তিনি দেউলিয়া হয়ে যাওয়া পেমেন্ট কোম্পানি ওয়্যারকার্ডের সাবেক চিফ অপারেটিং অফিসার এবং একটি বিশাল প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত।

প্রসিকিউটররা জানিয়েছেন, মার্সালেকের বর্তমান অবস্থান অজানা তবে ধারণা করা হয় যে তিনি রাশিয়ায় আছেন। তিনি ক্রেমলিন-বিরোধী সাংবাদিকদের অপহরণ করে রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেছিলেন,

লন্ডন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান কমান্ডার ডোমিনিক মার্ফি বলেন, ” আমরা জানি মার্সালেক ও তার দল রাশিয়ান গোয়েন্দা সংস্থার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।”

লন্ডনে রাশিয়ান দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও ক্রেমলিন সবসময়ই এ ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য ও রাশিয়ার সম্পর্ক শীতল যুদ্ধ-পরবর্তী সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। যেখানে ব্রিটেন রাশিয়াকে ইউরোপে “বিশৃঙ্খলা সৃষ্টি” করার চেষ্টা করার অভিযোগ এনেছে।

তথ্যসূত্র হতে জানা যায়, বুলগেরিয়ান ইউনিটের প্রধান ছিলেন ওরলিন রুসেভ (৪৭), যিনি তার সহকারী বিসার জাম্বাজভ (৪৩) এবং ইভান স্টোয়ানোভসহ রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষ স্বীকার করেন। তারা শত্রুদের জন্য তথ্য সংগ্রহের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেন।

রুসেভ, জাম্বাজভকে ২০০,০০০ ইউরোর বেশি অর্থ প্রদান করেন, যার কিছু অংশ তিনি অন্য আসামিদের দেন বলে প্রসিকিউটররা জানান।

শুক্রবার, লন্ডনের ওল্ড বেইলি আদালতে একটি জুরি কাটরিন ইভানোভা (৪৩), বানিয়া গাবেরোভা (৩০), ও তিহোমির ইভানচেভ (৩৯)-কে একই অপরাধে দোষী সাব্যস্ত করে। ইভানোভাকে জাল পরিচয়পত্র রাখার দায়েও দোষী সাব্যস্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বুলগেরিয়ানরা মার্সালেকের নির্দেশে ছয়টি বড় গুপ্তচরবৃত্তির অভিযান পরিচালনা করেছিল।

এর মধ্যে একটি ছিল IMSI ক্যাচার ব্যবহার করে মোবাইল ফোন সংকেত আটকানোর পরিকল্পনা। তারা এটি জার্মানির স্টুটগার্টে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি “প্যাচ ব্যারাকে” স্থাপনের পরিকল্পনা করেছিল, যেখানে ইউক্রেনীয় সেনাদের প্যাট্রিয়ট মিসাইল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। পরে তারা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে এই প্রযুক্তি মোতায়েনের কথা আলোচনা করেছিল।

অন্য একটি অপারেশনে বেলিংক্যাটের সাংবাদিক ক্রিস্টো গ্রোজেভের ওপর গুপ্তচরবৃত্তি করা হয়। গ্রোজেভ ২০১৮ সালে সলসবেরিতে রাশিয়ার ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপালের বিষপ্রয়োগের ঘটনা নিয়ে অনুসন্ধান করেছিলেন।

মার্সালেক ও রুসেভ গ্রোজেভের কম্পিউটার চুরি করা, এমনকি তাকে রাশিয়ায় অপহরণ বা হত্যা করার পরিকল্পনা করেন বলে প্রসিকিউটর অ্যালিসন মরগান জানান।

গুপ্তচর দল যুক্তরাজ্যে বসবাসরত রাশিয়ান সাংবাদিক রোমান ডোব্রোখোতভ, কাজাখ শরণার্থী রাজনীতিক বারগেই রিসকালিয়েভ এবং রুশ ভিন্নমতাবলম্বী কিরিল কাচুরের ওপরও নজরদারি চালায়।

আরেকটি মিশনে তারা লন্ডনে কাজাখ দূতাবাসের সামনে একটি ভুয়া প্রতিবাদ আয়োজন করে। এর মাধ্যমে রাশিয়া কাজাখ গোয়েন্দাদের কাছে তথ্য পৌঁছে দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করেছিল বলে দাবি করেন মরগান।

ইভানোভাকে বেলজিয়ান, বুলগেরিয়ান ও ফরাসি জাল পাসপোর্ট রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এগুলোতে মার্সালেকের ছবি ছিল এবং এগুলো উত্তর লন্ডনে জাম্বাজভ ও ইভানোভার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও ৭৫টি পাসপোর্ট ও পরিচয়পত্র উদ্ধার করেছে, যা ৫৫টি ভিন্ন নামে ছিল।

আদালতে শোনা যায়, রুসেভ ও জাম্বাজভ অন্য বুলগেরিয়ানদের “মিনিয়নস” বলে ডাকত, যা জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র “ডেসপিকেবল মি” থেকে অনুপ্রাণিত। পুলিশ একটি স্পাই ক্যামেরা লাগানো মিনিয়ন খেলনাও উদ্ধার করে।

আসামিদের মে মাসে সাজা ঘোষণা করা হবে, তবে বিচারক নিকোলাস হিলিয়ার্ড জানিয়েছেন যে তাদের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৮ মার্চ ২০২৫

আরো পড়ুন

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পূর্ব ইউরোপে সৈন্য পাঠাবে যুক্তরাজ্য: বরিস জনসন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য এনএইচএস কর্মীর ডিপেন্ডেন্ট সন্তানের ভিসা দেয় নাই হোম অফিস

প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠ সন্দেহভাজন চীনা গুপ্তচরের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা