যুক্তরাজ্যের সেন্ট জোসেফস আরসি প্রাইমারি স্কুল এক সতর্কবার্তায় জানিয়েছে, এক শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে এক অচেনা নারীর মুখোমুখি হয়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছে।
জানা যায়, শিশুটি একা হেঁটে স্কুলে যাওয়ার সময় এক অপরিচিত নারী তার নাম ও কোন স্কুলে পড়ে সে সম্পর্কে জানতে চান। ওই প্রশ্নে শিশুটি ‘অনিশ্চিত’ ও ‘অস্বস্তিকর’ অনুভব করে।
ভীত শিশুটি সঙ্গে সঙ্গেই ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানায়। এরপর স্কুল দ্রুত অভিভাবকদের সতর্ক করে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকার আহ্বান জানায়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নারীটি স্কুলে প্রবেশ বা সরাসরি ক্ষতি করার চেষ্টা করেননি, তবে বিষয়টি উদ্বেগজনক। তারা অভিভাবকদের অনুরোধ করেছে যেন শিশুরা একা হাঁটার সময় সতর্ক থাকে এবং কোনো অস্বাভাবিক কিছু ঘটলে সঙ্গে সঙ্গে একজন বিশ্বস্ত প্রাপ্তবয়স্ককে জানায়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক হতে পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ দ্য সান
এম.কে
২৪ জুন ২০২৫