TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সব পর্ন সাইটগুলোকে বয়স কঠোরভাবে যাচাই করার নির্দেশ

২০২৫ সালের জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্যের পর্নোগ্রাফিক কন্টেন্ট থাকা সকল ওয়েবসাইটকে ব্যবহারকারীদের “কঠোর” বয়স যাচাই প্রক্রিয়া চালু করতে হবে। এই প্রক্রিয়ায় ফটো আইডি চাওয়া বা ক্রেডিট কার্ড চেক করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে বলে জানা যায়।

অনলাইন সেফটি অ্যাক্ট (ওএসএ)-এর অধীনে নিয়ন্ত্রক সংস্থা অফকম এই বহু প্রতীক্ষিত নির্দেশনা জারি করেছে, যা শিশুদের অনলাইনে সহজেই পর্নোগ্রাফি অ্যাক্সেস করতে বাধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে কিশোররা গড়ে ১৩ বছর বয়সে প্রথমবার অনলাইনে অশ্লীল কন্টেন্ট দেখে, যদিও অনেকেই আরও কম বয়সে এগুলোর সম্মুখীন হয়।

অফকমের প্রধান মেলানি ডজ বলেছেন, “অনেক অনলাইন পরিষেবা দীর্ঘদিন ধরে শিশুদের বয়স চেকের ব্যবস্থাকে উপেক্ষা করে এসেছে। যার ফলে শিশুদের জন্য ক্ষতিকর উপাদান তারা সহজেই অ্যাক্সেস করতে পারছে। আজ থেকে এটি পরিবর্তন শুরু হচ্ছে।”

অফকম নিশ্চিত করেছে যে, ব্যবহারকারী-পরিচালিত পরিষেবা যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে “উচ্চ কার্যকর চেক” প্রয়োগ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এটি “পুরো সাইটে শিশুদের প্রবেশ প্রতিরোধ” করতে ব্যবহার হবে।

কিছু পর্ন সাইট এই উদ্যোগের বিরোধিতা করে বলেছে, কঠোর বয়স যাচাই ব্যবস্থা মানুষকে ইন্টারনেটের “অন্ধকার কোণে” ঠেলে দেবে।

মিডিয়া নিয়ন্ত্রক সংস্থার অনুমান, যুক্তরাজ্যে প্রায় ১.৪ কোটি মানুষ অনলাইনে পর্নোগ্রাফি দেখেন। তবে এটি এত সহজলভ্য যে প্রচারণা গোষ্ঠীগুলো উদ্বেগ প্রকাশ করেছে। শিশুদের অল্প বয়সেই এটি দেখতে হয়। শিশু কমিশনারের একটি সমীক্ষা অনুসারে, ১০ জনের মধ্যে ১ জন শিশু ৯ বছর বয়সে এটি দেখে থাকে।

অফকম বলেছে, যেসব পরিষেবা নিজেদের পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি বা প্রকাশ করে, তাদেরকে এখনই বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে।

ইয়োটি, একটি বয়স যাচাই প্ল্যাটফর্ম, এই প্রযুক্তিকে অনলাইনে নিরাপদ স্থান তৈরির জন্য “অপরিহার্য” বলে অভিহিত করেছে।

কিন্তু পর্নহাবের মূল কোম্পানি আইলো বলেছে, এই ধরনের বয়স যাচাই ব্যবস্থা “অকার্যকর, এলোমেলো এবং বিপজ্জনক”।

এটি যুক্তি দিয়েছে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে একই ধরনের নিয়ম চালু হওয়ার পর তাদের সাইটের ট্রাফিক ৮০% কমে গেছে।

অফকম একটি “অসম্পূর্ণ” প্রযুক্তির তালিকা প্রকাশ করেছে, যা বয়স যাচাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, এর মধ্যে রয়েছে:

ওপেন ব্যাংকিং

ফটো আইডি মেলানো

মুখের বয়স অনুমান

মোবাইল নেটওয়ার্ক অপারেটরের বয়স যাচাই

ক্রেডিট কার্ড যাচাই

ডিজিটাল আইডি পরিষেবা

ইমেইল ভিত্তিক বয়স অনুমান

নিয়মে স্পষ্ট বলা হয়েছে যে, “বয়সের স্ব-ঘোষণা” বয়স যাচাইয়ের জন্য কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য নয়।

বিভিন্ন বয়স যাচাই সংস্থা এই নিয়মকে ইতিবাচক বলে উল্লেখ করেছে।

তবে বিগ ব্রাদার ওয়াচ সতর্ক করে দিয়েছে যে, অনেক বয়স যাচাই পদ্ধতি এড়ানো যেতে পারে এবং এগুলো কোনো চূড়ান্ত সমাধান নয়।

সিলকি কারলো, এর প্রধান, বলেছেন: “শিশুদের রক্ষা করা প্রয়োজন, কিন্তু এই পদ্ধতিগুলো ঝুঁকি তৈরি করতে পারে, যার মধ্যে নিরাপত্তা লঙ্ঘন, গোপনীয়তা হানি, ভুলত্রুটি, এবং সেন্সরশিপ অন্তর্ভুক্ত। আমরা এমন একটি ডিজিটাল আইডি সিস্টেম এড়িয়ে চলা উচিত, যা অনলাইনে গোপনীয়তা নষ্ট করবে এবং শিশুদের নিরাপদ রাখতে ব্যর্থ হবে।”

সূত্রঃ বিবিসি

এম.কে
১৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

অনিয়মিত অভিবাসন ঠেকাতে ‘ইনোভেটিভ পার্টনারশিপের’ পরিকল্পনায় ইটালি-ব্রিটেন

টাওয়ার হ্যামলেটস শিক্ষার্থীদের অর্থ প্রদান করা হবে

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  প্রপার্টি কনভিয়েনসিং

নিউজ ডেস্ক