যুক্তরাজ্যে বৃহস্পতিবারের সেলফ এসেসমেন্ট কর পরিশোধের ডেডলাইন মিস করলে যুক্তরাজ্যের করদাতাদের সর্বোচ্চ £১,৬০০ পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। এইচএমআরসি জানিয়েছে, যারা সময়মতো কর পরিশোধ করতে ব্যর্থ হবেন তাদেরকে জরিমানার নোটিশ পাঠানো হবে।
প্রতি বছর স্ব-মূল্যায়ন করের কিস্তি পরিশোধের শেষ সময় ৩১ জানুয়ারি ও ৩১ জুলাই নির্ধারণ করা হয়। £১,০০০ এর বেশি করের বিল থাকলে করদাতারা দুটি কিস্তিতে পরিশোধের সুযোগ পান।
ফাইন্যান্স প্রতিষ্ঠান আপড্রাফটের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এইচএমআরসি’র ডেডলাইন মিস করছে। ২০২১-২২ অর্থবছরে ৬ লাখের বেশি, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ করবর্ষে ১১ লাখ করদাতা সময়মতো কর জমা দিতে ব্যর্থ হন।
ডেডলাইন মিস করলে প্রথমে £১০০ জরিমানা আরোপ হয়। তিন মাস পর প্রতিদিন £১০ হারে £৯০০ পর্যন্ত জরিমানা যুক্ত হয়। ছয় মাস পর বকেয়া করের ৫% বা £৩০০ অতিরিক্ত জরিমানা যোগ হয়। ১২ মাস বিলম্বিত হলে একই জরিমানা পুনরায় আরোপ হয়ে মোট জরিমানার পরিমাণ £১,৬০০ ছাড়িয়ে যায়।
আপড্রাফট জানিয়েছে, শুধুমাত্র জরিমানা নয়, সুদের চার্জও করদাতাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। ২০২০ সাল থেকে বিলম্বিত কর পরিশোধের ওপর এইচএমআরসি £৫১৩ মিলিয়ন সুদ আদায় করেছে। বর্তমানে বিলম্বিত করের ওপর সুদের হার বছরে ৭.৭৫%।
আপড্রাফটের প্রতিষ্ঠাতা আসিম মুনশি বলেন, অনেক করদাতা শুধুমাত্র জরিমানার কথা ভাবেন, কিন্তু সুদের চার্জের বিষয়টি ভুলে যান, যা দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির প্রধান কারণ। সময়মতো কর পরিশোধ না করলে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে হাজার হাজার করদাতাকে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
২৮ জুলাই ২০২৫