TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হামের সংক্রমণ ১৩ বছরের সর্বোচ্চঃ দ্রুত ভ্যাকসিন নেয়ার পরামর্শ

যুক্তরাজ্যে হাম (মিজেলস) সংক্রমণ ১৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। UK Health and Security Agency (UKHSA) সতর্ক করেছে, এই রোগ সাধারণ সর্দি, কোভিড-১৯ ও অন্যান্য সংক্রমণের তুলনায় অনেক বেশি ছড়ানোর ক্ষমতা রাখে। সংস্থাটি সামাজিক মাধ্যমে সবাইকে অনুরোধ করেছে যেন তারা এবং তাদের সন্তানরা হামের ভ্যাকসিন দ্রুত গ্রহণ করেন। হাম খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষের জন্য গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

শিশু এবং রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের জন্য হাম আরও ঝুঁকিপূর্ণ। এতে নিউমোনিয়া, মেনিনজাইটিস মতো জটিলতা দেখা দিতে পারে। সংক্রমণগতভাবে, একজন রোগী অন্য ১৫ জনকে সংক্রমিত করতে পারে, যা সাধারণ সর্দির দ্বিগুণ। UKHSA জানাচ্ছে, সাধারণ পরিচ্ছন্নতার নিয়ম মেনে চললে হাম হতে সুরক্ষা পাওয়া যায়।

UKHSA জানায়, যদি আপনি বা আপনার সন্তান হাম, মাম্পস এবং রুবেলা (MMR) ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে দ্রুততম সময়ের ভিতরে GP-র সঙ্গে যোগাযোগ করা জরুরি। UKHSA বলেছে, দুই ডোজ MMR ভ্যাকসিন সুরক্ষা দেয় এবং এটি হাম সংক্রমণ রোধের সবচেয়ে নিরাপদ উপায়। যারা এক বা দুটি ডোজ মিস করেছেন, তাদের অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিনের জন্য GP-র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইংল্যান্ডে ২০২৪ সালে ২,৯১১টি ল্যাবরেটরি নিশ্চিতকৃত হামের ঘটনা রিপোর্ট হয়েছে, যা ২০১২ সালের পর সর্বোচ্চ। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৪২টি ঘটনা ঘটেছে, যার মধ্যে ৭০% শিশু (১০ বছর বা তার নিচে) এবং ২৪% কিশোর ও প্রাপ্তবয়স্ক (১৫ বছর বা তার বেশি) অন্তর্ভুক্ত। সংক্রমণ বিশেষ করে লন্ডন ও উত্তর-পশ্চিম অঞ্চলে বৃদ্ধি পেয়েছে।

হামের প্রধান লক্ষণগুলো হলো উচ্চ জ্বর, কাশি, হাঁচি, লাল ও জলমুখী চোখ এবং প্রাথমিক লক্ষণের পর ত্বকে প্রদাহপূর্ণ দাগ। দ্রুত চিকিৎসা না নিলে নিউমোনিয়া, মেনিনজাইটিস, অন্ধত্বের মতো প্রাণঘাতী জটিলতা হতে পারে। উপসর্গ দেখা দিলে অবিলম্বে GP-র সঙ্গে যোগাযোগ করুন বা ১১১-এ কল করুন।

সূত্রঃ মিরর

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অভিবাসীদের জন্য রুয়ান্ডা নিরাপদ, আদালতে যুক্তরাজ্য সরকার

প্রথম আইনি চ্যালেঞ্জের মুখোমুখি প্রীতি প্যাটেলের রুয়ান্ডা পরিকল্পনা

যুক্তরাজ্যে ফেসবুক পেইড ভেরিফিকেশন চালু