14.6 C
London
August 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ৩ সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেফতার

যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ তদন্তে তাদের অভিযুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত তিনজন বুলগেরিয়ার নাগরিক। তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদের দ্বারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে ফেব্রুয়ারিতে তাদের আটক করা হয়েছিল। এরপর থেকে তারা কাস্টডিতে রয়েছেন।

এই বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কোনও মন্তব্য জানা যায়নি।

গ্রেফতারকৃত তিন বছর অনেক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় বসবাস করেছেন।

জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে তিন আসামীর বিচার হওয়ার কথা। যদিও অভিযুক্তরা এখনও অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি।

এম.কে
১৫ আগস্ট ২০২৩

আরো পড়ুন

২০২৩ সালে ল্যান্ডলর্ডদের যা জানা প্রয়োজন

নিউজ ডেস্ক

শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার ভ্রমণ নিষেধাজ্ঞা

ব্রিটেনের সুপারমার্কেট থেকে উঠে গেছে ফ্রি-রেঞ্জ ডিম

অনলাইন ডেস্ক