13.3 C
London
July 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ৬.৫ মিলিয়ন ঘরের ঘাটতি, দায়ী অভিবাসন ও আবাসন নির্মাণে ব্যর্থতা

যুক্তরাজ্যে বর্তমানে ৬.৫ মিলিয়ন ঘরের ঘাটতির কারণে হাউজিং সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, অভিবাসনের রেকর্ড মাত্রা ও পর্যাপ্ত ঘর না বানানোর ব্যর্থতা—এই দুই কারণে দেশজুড়ে সম্পত্তির মূল্য বেড়েছে, জন্মহার কমেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়েছে।

সেন্টার ফর পলিসি স্টাডিজের তথ্য অনুযায়ী, লন্ডনে ১৯৮০ সালে একটি গড় বাড়ির মূল্য ছিল £২৫,৭০০—যা আজকের দামে £৮৯,০০০ সমান। বর্তমানে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে £৫৩০,০০০। এর ফলে বহু মানুষ রাজধানীতে বসবাসের সামর্থ্য হারাচ্ছে এবং উচ্চ বেতনের চাকরি থেকেও বঞ্চিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রতি ১,০০০ জনে মাত্র ৪৪৬টি আবাসন রয়েছে, যেখানে ফ্রান্সে এই সংখ্যা ৫৬০ এবং ইউরোপীয় গড় ৫৪২। ইউরোপীয় গড়ে পৌঁছাতে যুক্তরাজ্যের প্রয়োজন আরও ৬.৫ মিলিয়ন ঘর, যা গড় ঘরের দাম £৭৫,০০০ পর্যন্ত কমিয়ে আনতে পারে।

২০২৩ সালের জুন পর্যন্ত এক বছরে অভিবাসনের নিট সংখ্যা দাঁড়িয়েছে ৯০৬,০০০। গবেষক বেন হপকিনসন জানান, “এই ঘাটতি কর্মীদের সবচেয়ে উৎপাদনশীল শহরগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং বহু দম্পতি তাদের কাঙ্ক্ষিত পরিবার গঠনে বাধার মুখে পড়ছেন।”

জাতীয় পরিসংখ্যান অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে বছরে গড়ে ৩৪০,০০০ মানুষ যুক্তরাজ্যে স্থায়ী হবে। সেই অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে ঘরের ঘাটতি দূর করতে হলে প্রতিবছর ৫৬৫,০০০টি ঘর নির্মাণ করতে হবে। যা পাঁচ বছরে ২.৮ মিলিয়ন ঘরের সমান—সরকারের বর্তমান পরিকল্পনার চেয়ে বহুগুণ বেশি।

হপকিনসন বলেন, “এটি একটি জাতীয় সংকেত হওয়া উচিত। নীতিনির্ধারকদের উচিত পরিকল্পনা, আবাসন নির্মাণ এবং অভিবাসন সংক্রান্ত নীতিতে আমূল পরিবর্তন আনা।”

সরকার বলছে, তারা এই সংকট কনজার্ভেটিভ সরকারের ব্যর্থতার সূত্রে পেয়েছে এবং ‘প্ল্যান ফর চেঞ্জ’–এর মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। হাউজিং মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা পরিকল্পনা অনুমোদন প্রক্রিয়া দ্রুত করছি এবং £৩৯ বিলিয়নের বিনিয়োগে সামাজিক ও সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনছি। এর মাধ্যমে আমরা আবাসন নির্মাণকে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব।”

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
০২ জুলাই ২০২৫

আরো পড়ুন

বাসস্থান সংকট ও নিম্নমানের বাসস্থান নিয়ে চরম বিপাকে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যে অতিরিক্ত কুয়াশা বিঘ্ন ঘটাচ্ছে বিমান যাত্রায়

জরিমানার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী!