যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের একটি গ্রামে ২২ ইঞ্চি লম্বা এক বিশাল সুয়ার ইঁদুরের (sewer rat) বাসা আবিষ্কার করে আতঙ্কিত হয়ে পড়েন এক পেস্ট কন্ট্রোল কর্মী। ইঁদুরটির আকার একটি সাধারণ আমেরিকান ব্যাজারের সমান, আর প্রত্যক্ষদর্শীদের ভাষ্য—এটি দেখতে অনেকটা ছোট একটি কুকুরের মতো।
রেডকার এবং ক্লিভল্যান্ডের নরম্যানবি এলাকার একটি পারিবারিক বাড়িতে সম্প্রতি এই বিশাল ইঁদুরের দেখা মেলে। পেস্ট কন্ট্রোল কর্মী বাসাটি শনাক্ত করার পর ইঁদুরটির ছবি তোলা হয় এবং তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটিতে আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বলছেন, এমন আকারের ইঁদুর আগে কখনও দেখা যায়নি। অনেকের মতে, এটি যুক্তরাজ্যে পাওয়া ইঁদুরগুলোর মধ্যে অন্যতম বৃহৎ হতে পারে।
ঘটনাটি স্থানীয় দুই কনজারভেটিভ কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা অবিলম্বে ইঁদুর নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ওই অঞ্চলের ইঁদুর জনসংখ্যা বর্তমানে “উপচে পড়ছে” এবং তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হতে পারে।
গ্রামবাসীরা আশা করছেন, স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, যাতে এই ধরনের বিশাল ইঁদুরের বিস্তার রোধ করা যায় এবং এলাকায় নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট
এম.কে
০৪ আগস্ট ২০২৫