যুক্তরাজ্যের বিখ্যাত বিগ বেনের আশপাশের এলাকা বন্ধ ঘোষণা করেছে পুলিশ। ফিলিস্তিনি পতাকা হাতে এক ব্যক্তি এলিজাবেথ টাওয়ারে উঠেছেন বলে তারা গণমাধ্যমকে জানায়।
পুলিশ কর্ডন বসিয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ করেছে, ঘটনাস্থলে অন্তত আটটি জরুরি সেবা যানবাহন উপস্থিত হয়েছে বলে জানা গিয়েছে।
জরুরি সেবাগুলো বিগ বেনের আশপাশের এলাকা ঘিরে রেখেছে, কারণ এক ব্যক্তি ওয়েস্টমিনস্টার প্রাসাদের একটি ভবনে ফিলিস্তিনি পতাকা হাতে উঠে পড়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঐ ব্যক্তি খালি পায়ে এলিজাবেথ টাওয়ারের একটি কর্নিসে দাঁড়িয়ে আছেন এবং ফিলিস্তিনি পতাকা ধরে রেখেছেন। এই টাওয়ারের মধ্যেই রয়েছে ওয়েস্টমিনস্টার ক্লক এবং বিশ্বখ্যাত বিগ বেনের ঘণ্টা।
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান:
“শনিবার, ৮ মার্চ সকাল ৭টা ২৪ মিনিটে সংসদ ভবনের এলিজাবেথ টাওয়ারে এক ব্যক্তির ওঠার বিষয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতির নিরাপদ সমাধানের জন্য কাজ করছে। লন্ডন ফায়ার ব্রিগেড এবং লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস তাদের সহায়তা করছে।”
পুলিশ জানায়, ওয়েস্টমিনস্টার ব্রিজের উত্তরপ্রান্তে অবস্থিত ব্রিজ স্ট্রিট বন্ধ রাখা হয়েছে যাতে জরুরি পরিষেবাগুলো পরিস্থিতি সামাল দিতে পারে। ওয়েস্টমিনস্টার স্টেশনের একটি বের হওয়ার পথও বন্ধ রাখা হয়েছে, তবে টিউব পরিষেবায় কোনো বিঘ্ন ঘটেনি, যাত্রীরা অন্যান্য পথ ব্যবহার করতে পারছেন।
লন্ডন ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র বলেন:
“ফায়ারফাইটাররা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। ওয়েস্টমিনস্টার প্রাসাদে ওঠা ব্যক্তির বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে দমকলবাহিনী।”
LBC-এর রিপোর্টার শিবানি শর্মা জানান, সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রতিবাদকারী ব্যক্তিটি প্রায় তিন ঘণ্টা ধরে এলিজাবেথ টাওয়ারে অবস্থান করে যাচ্ছেন।
নিচে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ওই ব্যক্তি বলেন:
” যুক্তরাজ্য সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে গ্রেপ্তার করছে।”
” তাই আমি এই প্রতিবাদ যুক্তরাজ্যের তথাকথিত গণতন্ত্রের কেন্দ্রস্থলে নিয়ে এসেছি।”
শনিবার প্রো-প্যালেস্টাইন অ্যাক্টিভিস্টরা স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের একটি গলফ রিসোর্টেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনের কর্মীরা ট্রাম্প টার্নবেরি রিসোর্টের ক্লাব হাউসে স্প্রে পেইন্ট করেছে এবং গলফ মাঠের কিছু অংশ খুঁড়ে ফেলেছে।
সংগঠনটি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ঘাসের ওপর স্প্রে করা ‘Gaza is not 4 sale’ (গাজা বিক্রির জন্য নয়) লেখা দেখা গেছে।
প্যালেস্টাইন অ্যাকশনের এক মুখপাত্র বলেন:
“আমেরিকার প্রশাসন গাজা সম্পূর্ণ ‘পরিষ্কার’ করে এর জনগণকে বলপূর্বক উচ্ছেদের যে পরিকল্পনা করছে, তার সরাসরি জবাব হিসেবেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”
তিনি আরও বলেন:
“ডোনাল্ড ট্রাম্প গাজাকে তার ব্যক্তিগত সম্পত্তির মতো আচরণ করছে, যা আমরা প্রত্যাখ্যান করি। তাই আমরা তাকে দেখিয়ে দিয়েছি যে তার নিজের সম্পত্তিও প্রতিরোধের বাইরে নয়। আমরা ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন-ইসরায়েলি ঔপনিবেশিকতার বিরুদ্ধে আমাদের কার্যক্রম চালিয়ে যাব।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০৮ মার্চ ২০২৫