-0.4 C
London
January 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের কনজারভেটিভ নেতা টিউলিপের দ্রুত পদত্যাগ দাবি করেছেন

যুক্তরাজ্যে বেশ কিছুদিন হতেই লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা সমালোচনা চালু রয়েছে।গত সোমবার, টিউলিপ সিদ্দিকের প্রপার্টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর, মিসেস সিদ্দিক নিজেকে প্রধানমন্ত্রীর নৈতিকতা পর্যবেক্ষক সংস্থার কাছে তুলে দিয়েছেন।

কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডনোক স্যার কিয়ার স্টারমারকে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। অভিযোগ উঠেছে যে তিনি তার খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের সঙ্গে সম্পর্কিত সম্পত্তিতে বসবাস করে আসছেন দীর্ঘদিন হতে।
বর্তমান বাংলাদেশি নেতা মুহাম্মদ ইউনূস বলেছেন, লন্ডনের টিউলিপ ও তার পরিবারের প্রপার্টির বিষয়ে তদন্ত করা উচিত। তিনি সানডে টাইমসকে বলেন, যদি সম্পত্তিগুলো “স্পষ্ট দূর্নীতি”র মাধ্যমে অর্জিত হয়ে থাকে, তাহলে সেগুলো তার সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।
টোরি নেতা মিস বেডনোক বলেছেন, “কিয়ার স্টারমারের এখন সময় এসেছে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার। তিনি তার ব্যক্তিগত বন্ধু হতে পারেন অথবা অন্য কোন বিশেষ দেনাপাওনা থাকতে পারে কিন্তু দুর্নীতি-বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন না দূর্নীতির অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে। সে নিজেই দূর্নীতির চাপে ঝুলে পড়েছে। এখন বাংলাদেশ সরকার শেখ হাসিনার শাসনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে।
টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলেছেন যে তিনি “কোনো ভুল করেননি”।
তার খালা আগস্ট মাসে তার ২০ বছরের নেতৃত্বের বিরুদ্ধে একটি গণ-অভ্যুত্থানের পর পদচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান।
বাংলাদেশের আদালতের নথিতে টিউলিপ সিদ্দিক এবং তার খালার নাম উল্লেখ আছে, যেখানে রুশ সরকারের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে।
ট্রেজারি বিভাগের অর্থনৈতিক সচিব হিসেবে মিসেস সিদ্দিক সিটি সম্পর্কিত নীতিমালা এবং দুর্নীতির মোকাবিলার বিষয়গুলো দেখভালের দায়িত্বে রয়েছেন।
সোমবার, প্রতিবেদনগুলো প্রকাশিত হওয়ার পর, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর নৈতিকতা পর্যবেক্ষক সংস্থার কাছে তুলে দেন।
সেই একই দিনে, প্রধানমন্ত্রী বলেন: ” টিউলিপ সিদ্দিক স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। যা পুরোপুরি সঠিক কাজ। তার প্রতি আমার আস্থা আছে, এবং এখন নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা তাদের প্রক্রিয়া অনুযায়ী কাজ শুরু করবে।”
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
১২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

রুয়ান্ডানীতি’র হতে পারে একটি বড় ফাঁদঃ নাইজাল ফারাজ

আবারো বিতর্কের জন্ম দিলেন সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

তদন্ত শুরু: সৌদি প্রিন্সকে অনুদানের বিনিময়ে সম্মাননা দেয়ায় অভিযুক্ত প্রিন্স চার্লস চ্যারিটি

অনলাইন ডেস্ক