যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম জননিরাপত্তা সংকটে ভুগছে। মে ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শহরে গড়ে প্রতি এক হাজার বাসিন্দার মধ্যে ১২১টি অপরাধ সংঘটিত হয়েছে।
সবচেয়ে বেশি ঘটছে সহিংসতা ও যৌন অপরাধ। প্রতি এক হাজার বাসিন্দার মধ্যে প্রায় ৪৯টি অপরাধ এই দুই শ্রেণির মধ্যে পড়ে, যা মোট অপরাধের ৪০ শতাংশেরও বেশি। জাতীয় গড়ের তুলনায় বার্মিংহামের সহিংস অপরাধের হার ১৫৭ শতাংশ বেশি, যা শহরটিকে ইংল্যান্ড ও ওয়েলসের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার একটি করে তুলেছে।
শহরের কেন্দ্রীয় অঞ্চলগুলোতে অপরাধের প্রবণতা সবচেয়ে বেশি। লেডিউড এলাকায় অপরাধের হার সর্বোচ্চ—প্রতি এক হাজার জনে ৪৩৯টি। এর পরেই রয়েছে বর্ডেসলি ও হাইগেট, যেখানে এই হার ৩৪২।
তৃতীয় অবস্থানে রয়েছে নেচেলস, যেখানে প্রতি এক হাজার জনে ২২৬টি অপরাধ নথিভুক্ত হয়েছে। অপরাধের মাত্রা তুলনামূলকভাবে কম হলেও, এটি এখনও “মধ্যম ঝুঁকির” পর্যায়ে রয়েছে। অপরদিকে, ঐতিহ্যবাহী ধাতবশিল্পের জন্য পরিচিত সোহো ও জুয়েলারি কোয়ার্টার এখন প্রতি এক হাজার জনে ২০১ অপরাধের বোঝা বইছে।
বিশ্লেষকরা বলছেন, এসব বৈষম্যের পেছনে জনসংখ্যার ঘনত্ব, অর্থনৈতিক চাপ, বাণিজ্যিক কার্যক্রম এবং পুলিশি উপস্থিতির ভিন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেন্দ্রীয় বার্মিংহামের তুলনায় বাইরের অঞ্চলগুলো, যেমন হল গ্রিন সাউথ ও সাটন ফোর ওকস, অনেক বেশি নিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্রঃ বার্মিংহাম ওয়ার্ল্ড
এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫