3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের নর্থ ওয়েলস ও উওর ইংল্যান্ডে হলুদ সতর্কবার্তা জারি

যুক্তরাজ্য মেট অফিস আবহাওয়া দূর্যোগের ঘোষণা নিয়ে নতুন বার্তা প্রদান করেছে। আবহাওয়া বার্তা অনুযায়ী বৃহস্পতিবার হতে যুক্তরাজ্যে আরও বিস্তৃত তুষার এবং বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টির পূর্বাভাসের সতর্কতা জারি করেছে।

পূর্বাভাস অনুযায়ী শীতের প্রভাব বাড়তে পারে যার জন্য যুক্তরাজ্যের ফ্লিন্টশায়ারের সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তাপমাত্রা কমার সাথে সাথে ড্রাইভারদের পিচ্ছিল রাস্তা ও তুষারপাতের কারণে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং অবস্থার বিষয়ে সতর্ক করা হয়েছে।

উত্তর ইংল্যান্ড এবং নর্থ ওয়েলসের কিছু অংশে তুষারপাতের জন্য অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। যার কারণ হিসাবে অতিবৃষ্টি এবং তুষারপাতের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। নর্থ ওয়েলস এবং ইংল্যান্ডের উত্তরাংশ জুড়ে ভোর হতে ১০-১৫ সেমি পর্যন্ত তুষারপাত প্রত্যাশিত বলে জানায় মেট অফিস।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ৬ টা অবধি এবং রাত জোড়ে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ ক্যাথরিন চক বলেন, ” ভ্রমণে সকলে সতর্কতা অবলম্বন করা উচিত, রাস্তার পিচ্ছিল পরিস্থিতির জন্য পরিকল্পনায় অতিরিক্ত সময় যুক্ত করা আবশ্যক। তাছাড়া সকলকে ছাতা নিয়ে বের হবার প্রস্তুতি রাখা প্রয়োজন।”

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
০৮ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্রিটে‌নে ফি‌লি‌স্তি‌নের প‌ক্ষে লা‌খো মানুষের পি‌টিশন উঠ‌ছে সংস‌দে

যুক্তরাজ্যে অর্থনৈতিক মন্দায় বন্ধ হয়ে গেছে আরও ২০০০ ক্ষুদ্র ব্যবসা

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার ঘোষণা লেবার পার্টির