নিউক্যাসল-আন্ডার-লাইম শহরের কেন্দ্রস্থলে এক ব্যক্তি পুরোপুরি নগ্ন হয়ে প্রকাশ্যে হাঁটতে শুরু করলে হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার (২৮ জুন) বিকেল পাঁচটার কিছু পর গিল্ড হল এলাকার ব্যস্ত সড়কে এই ঘটনা ঘটে।
সেই সময় লোকটি সম্পূর্ণ পোশাকবিহীন অবস্থায়—এমনকি পায়ে জুতা ছাড়াও—দোকানপাটের পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। সূর্য উপভোগ করতে করতে তার নির্লিপ্ত ভঙ্গিতে হাঁটার দৃশ্য পথচারীদের অবাক করে দেয়। কেউ কেউ বিস্ময়ে তাকিয়ে থাকলেও, অনেকেই নিজের মোবাইলে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
পরে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, সম্ভবত একই ব্যক্তি নগ্ন অবস্থায় শহরের প্রধান রাউন্ডআবাউট অতিক্রম করছেন দৌড়ে।
ঘটনার সময় স্ট্যাফোর্ডশায়ার অঞ্চলে তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা অনেকের মতে হয়তো ‘গরমে আরাম খোঁজা’ অথবা ‘মানসিক ভারসাম্যহীনতার’ বহিঃপ্রকাশ হতে পারে।
এটি এলাকাটিতে প্রকাশ্যে নগ্নতা সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনার মধ্যে সর্বশেষ। এর আগে ২০ জুন, মেয়র এলাকার ওয়েস্টন রোডে এক ব্যক্তিকে শর্টস খুলে রাস্তায় দাঁড়িয়ে চালকদের উদ্দেশ্যে অশোভন অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল। ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
আরেক ঘটনায়, বিরচেস হেড এলাকায় একটি বনাঞ্চল থেকে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই মাসে, এ৫০০ মহাসড়কে এক সম্পূর্ণ নগ্ন ব্যক্তি দৌড় দিলে প্যারামেডিক কর্মীদের হস্তক্ষেপে তাকে ধরে হাসপাতালে ভর্তি করা হয়।
বারবার এমন ঘটনা ঘটা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই বলছেন, জনসমক্ষে এমন আচরণ শুধু অস্বস্তিকর নয়, বরং সমাজে মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হবে।
সূত্রঃ দ্য সান
এম.কে
০১ জুলাই ২০২৫