যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রাস্তার ল্যাম্পপোস্ট হতে ফিলিস্তিনি পতাকা সরানোর খবর স্যোশাল মিডিয়ার বরাতে জানা যায়। ফিলিস্তিনের পতাকা ল্যাম্পপোস্টে লাগানোর অভিযোগ পুলিশকে জানানো হলে পতাকাগুলো সরিয়ে নেওয়া হয় বলে জানায় পূর্ব লন্ডনের পুলিশের একজন মুখপাত্র।
সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ার হ্যামলেটের বো রোডে প্রায় প্রতিটি ল্যাম্পপোস্টে পতাকা সংযুক্ত ছিল।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে কোনো অপরাধ সংঘটিত হয়নি তবে পূর্ব লন্ডনের পরিবহন সংস্থা টিএফএলের আরো বেশি দায়িত্ব নেয়া উচিত ছিল। পরবর্তীতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল যারা বো রোডের রাস্তার দায়িত্বশীল তারা পতাকা গুলো সরিয়ে নেয়।
নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনের পতাকা লাগানো কোনো ফৌজদারি অপরাধ নয় তবে কিছু প্ল্যাকার্ডে এমন কিছু কথা লেখা ছিল যা অনেক লোককেই ভীতিপ্রদর্শন করতে পারে।
মেট অফিসাররা টিএফএল এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে যোগাযোগ করেছেন বলে খবরে জানা যায়।
একটি বিবৃতিতে টিএফএল জানায়, “আমরা টাওয়ার হ্যামলেটের রোড নেটওয়ার্কে অননুমোদিত পতাকাগুলির বিষয়ে দ্রুত তদন্ত করছি এবং যেখানে ফিলিস্তিনের পতাকা দেখা যাচ্ছে তা দ্রুত সরিয়ে দিচ্ছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক একজন লেবার কাউন্সিলর বলেন, আমরা এক রাস্তায় এতগুলি পতাকা দেখে উদ্বিগ্ন ছিলাম। কারো বাড়ির বাইরে একটি পতাকা মেনে নেয়া যায় কিন্তু একটি ব্যস্ত রাস্তার প্রতিটি ল্যাম্পপোস্টে পতাকা নাড়া দেয়।
উল্লেখ্য যে, হামাসের পক্ষে সমর্থন প্রদান নিয়ে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। যুক্তরাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব হামাসের পক্ষে দেয়া সমর্থনকে ফৌজদারি অপরাধ বলে মনে করেন বলেও খবরে জানা যায়।
এম.কে
২৮ অক্টোবর ২০২৩