6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ সচিবের পদত্যাগের ঘোষণা

মন্ত্রিপরিষদ সচিব সাইমন কেস ঘোষণা করেছেন তিনি এই বছরের শেষের দিকে স্বাস্থ্যগত কারণে তার পদ হতে পদত্যাগ করবেন।

যুক্তরাজ্যের শীর্ষ এই সরকারী কর্মচারীর গত ১৮ মাস ধরে স্নায়বিক সমস্যা জনিত কারণে চিকিৎসা চলছিল।

একটি বিবৃতিতে তিনি জানান ” যদিও মন চাইছে চাকুরী না ছাড়ি তবুও শারীরিক কারণে সিদ্ধান্তটি নিতে হয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত কারণ ছাড়া আর কোনো কারণ নেই পদত্যাগের।”

উল্লেখ্য যে, পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব নির্বাচনের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। যার জন্য
ইতিমধ্যে সিভিল সার্ভিস ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানে মন্ত্রী পরিষদ সচিবের  বেতন দুই লাখ পাউন্ড উল্লেখ করা হয়েছে।

৪৫ বছর বয়সী সাইমন কেস স্যার কেয়ার স্টারমারকে সোমবার সকালে তার সিদ্ধান্তের কথা অবহিত করেছেন।

সাইমন কেস বরিস জনসনের সময় তার পদে নিযুক্ত হয়েছিলেন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। তিনি একটানা  চারজন প্রধানমন্ত্রীর জন্য দায়িত্ব পালন করেছেন বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ বিবিসি

এম.কে
০১ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ব্রিটিশ রানি হতে চান মেগান ম্যার্কেল, বিস্ফোরক দাবি

ক্রিসমাসের সময় ব্রিটেনের ‘টিয়ার-৪’ এলাকায় যা যা মানতে হবে

বাংলাদেশে নতুন বা‌ণিজ্য দূত নিয়োগ ক‌রল যুক্তরাজ্য