1.4 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের ইনফ্লেশন আরও খারাপের দিকে যাবে: আইএমএফ

চ্যান্সেলরের মিনি-বাজেটের কারণে দাম বেড়ে যাবে এমন সমালোচনা প্রকাশের কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে আরেক দফা সতর্কতা জানালো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

 

অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করতে কাজ করে আসা সংস্থাটি স্বীকার করেছে, কোয়াসি কোয়ার্টেং দ্বারা ঘোষিত কর হ্রাস স্বল্পমেয়াদে প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলবে৷ তবে এটি ক্রমবর্ধমান দামের দিরুদ্ধে লড়াইকে জটিল করে তুলবে।

 

সংস্থাটি মনে করছে, যুক্তরাজ্যের এই মূল্যবৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে এবং স্লোভাকিয়া ব্যতীত ইউরোজোনের সবকটি অঞ্চলই উচ্চ মূল্যস্ফীতি প্রত্যক্ষ করবে।

 

সময়ের সাথে সাথে জীবনযাত্রার ব্যয় কীভাবে পরিবর্তিত হয় তার পরিমাপকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আইএমএফের সর্বশেষ মূল্যায়ন অনুসারে, যুক্তরাজ্যে বছরের শেষের দিকে মুদ্রাস্ফীতির হার প্রায় ১১.৩% এর উপরে থাকবে বলে আশা করা হচ্ছে, ।

 

সংস্থটি প্রত্যাশা করে যে পরবর্তী দুই বছরে গড় ইনফ্লেশন রেট হবে প্রায় ৯%, যা ব্যাংক অব ইংল্যান্ডের ২% লক্ষ্যমাত্রা থেকে অনেক বেশি।

 

১৪ অক্টোবর ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

যুক্তরাজ্যে উইলিয়াম হিল গ্রুপকে ২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা

যুক্তরাজ্যে বাড়ছে স্তন ক্যান্সার, গবেষণায় এসেছে নতুন দিক

ডোভারে দীর্ঘ জ্যামে যাত্রীদের বেহাল দশা

অনলাইন ডেস্ক