4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের মোটরওয়েতে বাড়ছে ভয়ঙ্কর দূর্ঘটনা

ভীতিকর এক তথ্য বের হয়েছে যুক্তরাজ্যের মোটরওয়ের যান চলাচল নিয়ে। বর্ণিত পরিসংখ্যান অনুসারে ইংল্যান্ডের মোটরওয়েতে দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ভুলভাল ভাবে যানবাহন পরিচালনার কারণে শেষ ১২ মাসে ৯০০ টির মতো দূর্ঘটনা ঘটেছে যা পূর্বের চেয়ে প্রায় ১৩% বেশি।

মোটরিং গ্রুপগুলি উদ্বেগজনক প্রাণঘাতী ড্রাইভিং ত্রুটিগুলিকে কমানোর জন্য প্রযুক্তির হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

পিএ নিউজ এজেন্সি কর্তৃক তথ্যে হতে জানা যায়, ২০২২ সালের জুনে মোটরওয়েতে তিনজনের মৃত্যু হয়। একটি চুরি হওয়া ভ্যান ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডের কাছে এম ৬০৬-তে ট্যাক্সিতে উল্টোদিকে এসে আঘাত করে।

গ্লোচেস্টারশায়ারের পুলিশ গত অক্টোবরে টিউকসবারির কাছে এম ফাইভে দুই মাইলেরও বেশি সময় ধরে ভুল পথে গাড়ি চালানোর ফলে সৃষ্ট দুর্ঘটনার ফুটেজ প্রকাশ করেছে।

এএর সভাপতি এডমন্ড কিং বলেন, “ মোটরওয়েতে ভুল দিকে চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি ভীতিজনক এবং মারাত্মক হতে যাচ্ছে। মাতাল ড্রাইভারদের কারণে দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই মাতাল চালকদের রাস্তায় থাকা উচিত নয়। তাছাড়া স্লিপ রোড লেআউট এবং চিহ্ন সঠিক দিকে মোটরওয়েতে যোগদান নিশ্চিত করার ব্যবস্থা করা প্রয়োজন।”

তবে তিনি আরো বলেন স্যাটনেভের উপর বেশি নির্ভরশীলতার কারণেও অনেক সময় ভুল পথে গাড়িচালিত করেন চালকেরা। এরফলেও ঘটে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।

আরএসি ফাউন্ডেশনের পরিচালক স্টিভ গুডিং বলেছেন, “ স্লিপ-রোড সেন্সর দূর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য হতে পারে একটি উত্তম ব্যবস্থা। যা রাস্তার পাশে হ্যাজার্ডগুলো সহজেই চিহ্নিত করতে পারে।”

ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের রোডস পুলিশিংয়ের অফিসার জো শাইনার বলেছেন, “ গাড়ি চালানোর সময় সচেতনতা ও সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

রাস্তা সুরক্ষার জাতীয় হাইওয়ে ডিরেক্টর শিনা হেগ বলেছেন, ” আমরা আমাদের মোটরওয়েগুলি ভুল পথে গাড়ি চালানোর সম্ভাবনা হ্রাস করার জন্য যথাসম্ভব ডিজাইন করা হচ্ছে।”

উল্লেখ্য যে, যুক্তরাজ্য হাইওয়ে ডিরেক্টর হতে নির্দেশনা দেয়া হয়েছে যদি ড্রাইভাররা উলটো দিক হতে আসতে থাকা কোনো যানকে চিহ্নিত করতে পারেন তাহলে দ্রুততার সাথে ট্রিপল নাইনে(৯৯৯) যোগাযোগ করতে। তাছাড়া কর্তৃপক্ষকে সতর্ক করতে মোটরওয়ে এসওএস ফোন ব্যবহার করারও নির্দেশনা দেয়া হয়েছে।

 

এম.কে
১৪ আগস্ট ২০২৩

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা বাড়লো

নেতাসহ পাঁচ শতাধিক গ্রেপ্তার

কোরআন শিখছেন আলোচিত সেই রুশ জেনারেল