24.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
Uncategorizedযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের রেড লিস্টে যুক্ত হলো ভারত

আন্তর্জাতিক ভ্রমণে ভারতকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক।

 

শুক্রবার (২৩ এপ্রিল) এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

 

যুক্তরাজ্য ভ্রমণের এ ‘রেড লিস্টে’ বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ফিলিপাইন ও কেনিয়া রয়েছে। এ তালিকায় আগে থেকেই আরও ৩৫টি দেশ রয়েছে। এবার এই তালিকায় যুক্ত হোলো ভারতের নাম।

ভারতে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। সোমবার (১৯ এপ্রিল) টানা পঞ্চম দিনের মতোন ভারতে ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

 

শুধু মাত্র ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারীদের, বা যুক্তরাজ্যে থাকার অনিমতি আছে এমন ব্যক্তিদের অনুমতি দেওয়া হবে ভারত থেকে যুক্তরাজ্যে ভ্রমণের। তবে সেক্ষেত্রে তাদের নিজ খরচে ব্রিটিশ সরকারের অনুমোদিত হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 

এছাড়া ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ২৫ এপ্রিলের ভারত সফর বাতিল করেছেন।

ভারত–ব্রিটেন সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদি ও বরিস জনসনের আলোচনা হওয়ার কথা ছিল। বরিস জনসন বলেন, ভ্রমণের পরিবর্তে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অনলাইনে কথা বলবেন।

 

 

সূত্র: বিবিসি
১৯ এপ্রিল ২০২১

আরো পড়ুন

ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে বয়কট করলেন মুসলিম জুডো খেলোয়াড়রা

নতুন বছরে বাড়লো প্রবাসী আয়ে প্রণোদনা

অনলাইন ডেস্ক

How will the ‘eat out to help out’ scheme work? 14 July 2020